যুদ্ধে জড়িয়ে পড়ছে ইরান-ইসরাইল, মধ্যপ্রাচ্যে নতুন সঙ্কটের আশঙ্কা
প্রকাশিত:
১০ মে ২০১৮ ০৯:৪৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩২

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, বুধবার রাতে তারা সিরিয়ায় কয়েক ডজন ইরানি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এর আগে গোলান মালভূমিতে তাদের অবস্থান লক্ষ্য করে অবিরাম রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পর পরই তারা এই হামলা চালায়। গোলানে তাদের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস সাংবাদিকদের বলেন, তারা সিরিয়ায় ইরানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানি গোয়েন্দা, রসদ, অস্ত্রভাণ্ডার ও যানবাহনসহ যেখান থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেসব স্থাপনা হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সাম্প্রাতিক বছরগুলোতে ইসরাইলের এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান ও ইরানের বিরুদ্ধে সর্ববৃহৎ হামলা।
অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সেনাবাহিনীর অবস্থানে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। তবে সবগুলো ধ্বংস করতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ইরানি আল কুদস ব্রিগ্রেডের সদস্যরা এই হামলা চালিয়েছে। ইসরাইল এই হামলাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখানেই পরিস্থিতির অবসান ঘটছে না।আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে হামলার শিকার হলে তার জোরালো জবাব দেয়া হবে।ইসরাইল কয়েক সপ্তাহ ধরে ইরানের কাছ থেকে পাল্টা হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছিল।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইলের বেশ কয়েকটি অভিযানের জবাবে ইরান প্রথমবারের এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এদিকে আন্তর্জাতিক পরমাণু চুক্তি ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইউরোপে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ভাঙন দেখা দিতে পারে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সঙ্কট দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: