সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


প্রেসিডেন্ট পদে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন পুতিন


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২১:৫৪


ভ্লাদিমির পুতিন দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাশিয়ার বার্তা সংস্থাগুলো শনিবার তাঁর সমর্থকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সাত শতাধিক রাজনীতিবিদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব নিয়ে গঠিত একটি দল শনিবার মস্কোতে মিলিত হয়েছিলেন। তাঁরা সর্বসম্মতভাবে পুতিনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নকে সমর্থন করেছেন।



দুই দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা পুতিন ঘোষণা করেছেন, তিনি আগামী বছরের মার্চ মাসে আরো ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করতে নির্বাচনে লড়াই করবেন।

পুতিন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া (ইউআর) পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করলেও তাঁর জন্য দলের সম্পূর্ণ সমর্থন থাকবে। পুতিন দলটি অন্যতম প্রতিষ্ঠাতা।


ইউআর পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রিয়া এ কথা বলেছে।
তুরচাককে উদ্ধৃত করে রিয়া বলেছে, ‘পার্টির সাড়ে তিন লাখেরও বেশি সদস্য এবং সমর্থক সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।’

পুতিনকে সমর্থনকারী জাস্ট রাশিয়া পার্টির একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ সের্গেই মিরোনভের উদ্ধৃতি দিয়ে রিয়া বলেছে, পুতিন একজন স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top