সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ট্রাম্পকে হারাতে সমর্থন ভিত্তি বাড়াচ্ছেন নিকি


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩ ১০:১৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২২:০৯


যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতার লড়াইয়ে থাকা নিকি হ্যালি সাম্প্রতিক সময়ে মতামত জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্পের চিরপরিচিত বাগাড়ম্বর এবং নানা আইনি জটিলতার কারণে শিক্ষিত, ধনী এবং উপশহরের বাসিন্দা পেশাজীবীরা বিরক্ত হয়ে নিকি হ্যালিকে সমর্থন দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

নিকি হ্যালির সমর্থক এবং বিরোধী উভয় পক্ষই বলছে, মনোনয়ন লাভের দৌড়ে আরো এগিয়ে গিয়ে ট্রাম্পকে পরাস্ত করতে হলে দ্রুত সমর্থকদের জোট বড় করতে হবে নিকিকে। অর্থাৎ গ্রামাঞ্চলের মানুষ, মধ্যবিত্ত ও কর্মজীবী আর স্বল্প শিক্ষিতদেরও দলে ভেড়াতে হবে তাঁকে।


আটজন জরিপ পরিচালনাকারী ও কৌশলবিদ এমনই মত দিয়েছেন। আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের ১৫ জানুয়ারির মনোনয়নের লড়াইকে সামনে রেখে চলতি মাসে অঙ্গরাজ্যটির ট্রাম্পবান্ধব এলাকাগুলোতে ছুটছেন হ্যালি। এর মধ্যে কঠিন রক্ষণশীল উত্তরের সীমান্ত অঞ্চলেও গেছেন তিনি।
গত মাসে নিকি হ্যালি ‘নিকির পেছনে আছেন কৃষকরা’ নামের একটা প্রচারণা কর্মসূচি চালু করেন।


গ্রামাঞ্চলে পরিচিতি বাড়াতে তাঁর প্রচারদল রেডিও-টিভিতেও ব্যাপক বিজ্ঞাপন দিচ্ছে। সিওক্স সেন্টার শহরে এক বক্তব্যে নিকি হ্যালি বলেন, ‘আমি যেখানে বড় হয়েছি সেই ছোট শহরটি আইওয়ার মতোই। তুলার ক্ষেত ও দুগ্ধ খামারের মধ্যে হেসেখেলেই বেড়ে উঠেছি আমি।’ স্পিরিট লেক ও ক্লিয়ার লেক নামের দুই শহরে যান তিনি।

ক্লিয়ার লেক শহরে নিকি হ্যালির বক্তব্য শোনার পর স্থানীয় মুরগির খামারের গাড়িচালক ট্রাম্পমুখী লেস হার্ডি বলেন, তাঁর মত এখন হ্যালির দিকেই। দর্শকশ্রোতাদের প্রশ্নে নিকির স্পষ্ট উত্তর এবং এলাকার মানুষের মতো আচরণ তাঁর পছন্দ হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা যায়, ৫০ শতাংশ সমর্থন নিয়ে জাতীয়ভাবে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থীদের শীর্ষে আছেন ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর ও ট্রাম্প সরকারের সময় জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিযুক্ত নিকি হ্যালি আছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top