সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:২২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:২৭

 

লোহিত সাগরে ভারতমুখী তেলের ট্যাঙ্কারে সন্দেহভাজন ড্রোন হামলার প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, সম্ভাব্য হামলার মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ লোহিত সাগর লাগোয়া আরব সাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে।

আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ‘সাইবাবা’ নামে ওই তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা হামলা চালিয়েছে। গত শনিবার ওই এলাকাতেই ইসরাইলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল। আমেরিকা আরো দাবি করেছে, এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তাদের সেনাবাহিনী। সব ড্রোন ইরানের মদতপুষ্ট হাউছি বাহিনীর অধিকৃত এলাকা থেকে ছোড়া হয়েছিল।


গাজা ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চড়েছে। এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগে লিপ্ত জাহাজের উপর আবার হামলার আশঙ্কা রয়েছে বলে ওয়াশিংটনের তরফে সতর্কবার্তা এসেছে বলেও সূত্রেও খবর। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top