সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ব্রিটিশ নির্বাচনে জয়ী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫

আপডেট:
১৩ মে ২০২৪ ০৪:১১

ছবি: বিবিসি

প্রভাত ফেরী ডেস্ক: ব্রিটিশ নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৩৩০ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। ফলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

নির্বাচনে জয়ী হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬ টি আসন। ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পার করে ফেলেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

১৯৮৭ সালের পর এটা কনজারভেটিভ দলের জন্য সবচেয়ে বড় জয় এবং ১৯৩৫ সালের পর লেবার দলের সবচেয়ে বড় পরাজয়। লেবার পার্টির নেতা জেরেমি করবিন আগামী নির্বাচনে দলের নেতৃত্বে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে তিনি এখনই পদত্যাগ করছেন না। আরো কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন আলোচনা চালিয়ে যাবার জন্য।

এরআগে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করে বিবিসি আইটিভি ও স্কাই নিউজ। ওই জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

বুথ ফেরত জরিপেও এমন আভাস মিললেও নির্বাচন শুরুর আগ পর্যন্ত বিভিন্ন জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলেছিল। বিশেষজ্ঞরাও বলছিলেন তেমন কথাই। তবে সেসব অনুমান মিথ্যা প্রমাণিত হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top