সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত ডোনাল্ড ট্রাম্প


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১১

আপডেট:
২০ ডিসেম্বর ২০১৯ ০৪:২৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সংখ্যাগরিষ্ঠের ভোটে এ অভিশংসন প্রস্তাব পাস হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্পের অভিশংসিত হওয়ার সম্ভাবনা খুবই কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের উপর ভিত্তি করে ভোটাভুটি হয়। ট্রাম্পের বিরুদ্ধে আনিত অভিযোগের একটি হচ্ছে, অভিশংসন তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো, সাক্ষ্য দিতে বিরত রাখা এবং প্রমাণাদি আটকে রেখে তদন্তের কাজকে বাধাগ্রস্ত করা। আর অন্য অভিযোগটি হচ্ছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে চাপ দেওয়া।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো- ট্রাম্প তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়টি হলো- অভিশংসনের তদন্ত কাজে সহায়তা করতে অস্বীকার করে ট্রাম্প কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

প্রথম অভিযোগের ক্ষেত্রে অভিশংসনের পক্ষে ২৩০ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ১৯৭টি ভোট। দ্বিতীয় অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯টি ভোট এবং বিপক্ষে পড়েছে ১৯৮টি ভোট।

অভিশংসন নিয়ে হোয়াইট হাউজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সিনেটে ভোটাভুটির সময় ট্রাম্প নির্দোষ বলে অব্যাহতি পাবেন।

এদিকে বুধবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা অভিশংসনের প্রক্রিয়াটিকে হতাশ করার মত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে একটি ভোটের আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top