সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


হিমাচল-কাশ্মিরে তুষারপাত, ফ্লাইট বাতিল ৩০টি


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ২৩:০০

আপডেট:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:০৮

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের মতো শীতে কাঁপছে প্রতিবেশী দেশ ভারতও। এরই মধ্যে তুষার পড়তে শুরু করেছে জম্মু, কাশ্মির ও হিমাচলে। ঘন কুয়াশার কারণে রাজধানী দিল্লিতে বিলম্বিত হয়েছে ৭৫০ ফ্লাইট, বাতিল করা হয়েছে অন্তত ৩০টি। দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় প্রায় দুই ঘণ্টা থমকে ছিল শতাধিক ট্রেন। এনডিটিভি।

শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র শীতের মধ্যে দুর্ভোগ আরও বাড়াতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে তীব্র শীত আর কুয়াশার মধ্যেও খুব একটা উন্নতি হয়নি দিল্লির বায়ুদূষণের। এয়ার কোয়ালিটি ইনডেক্সে এখনও বিপজ্জনক মাত্রায় রয়েছে শহরটির বাতাস, স্কোর ৪৩০।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার হিমাচলের কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি হালকা তুষারপাত হয়েছে। এমন আবহাওয়া থাকতে পারে আরও ১০ দিন। এদিন কেইলংয়ে তুষারপাত হয়েছে পাঁচ সেন্টিমিটার, গান্ধোলায় তিন ও কালপায় এক সেন্টিমিটার। কালপায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া জনপ্রিয় পর্যটনস্পট মানালিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস, কুফরিতে চার ডিগ্রি, ডালহৌসিতে চার দশমিক তিন ও সিমলায় ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে মৃদু তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মির ও লাদাখেও। বাজে আবহাওয়ার কারণে ১২টি ফ্লাইট বাতিল করেছে শ্রীনগর বিমানবন্দর। ওই এলাকায় আরও দুইদিন এমন বিরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top