সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা হামলা: নিহত ৭৩, আহত ৫১


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৩২

আপডেট:
২৯ ডিসেম্বর ২০১৯ ০৭:০৫

ছবি: বিবিসি থেকে নেওয়া

প্রভাত ফেরী ডেস্ক: সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৭৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী মোগাদিশুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আব্দিরাহমান হাজি আদেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ হামলায় অন্তত ৫১ জন আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

বিষ্ফোরণে আহতের সংখ্যা ৯০ বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন মোগাদিসুর মেয়র ওমর মাহমুদ। ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এছাড়াও নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন বলে দাবি করেন তিনি। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলাার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে প্রায়ই এমন ধরনের হামলা চালায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর বিস্ফোরণস্থলে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন তিনি। এদের মধ্যে কারোও শরীর পুড়ে গেছে। নিহতদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হামলার পরপরই একজন সংসদ সদস্য আবদিরিজাক নিহতের সংখ্যা ৯০ জনের বেশি বলে জানালেও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


বিষয়: সোমালিয়া


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top