সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মিসরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত অন্তত ২৮


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৬

আপডেট:
৩০ ডিসেম্বর ২০১৯ ২২:৪২

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: মিসরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে ২২ জন। এছাড়া রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও ছয়জন নিহত হয়।

শনিবার সাইদ বন্দরের সুয়েজ ক্যানেল সিটিতে শ্রমিকদের বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ২২ শ্রমিক প্রাণ হারায়। এদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত নয়।

তবে বেসরকারি সংবাদমাধ্যম আল শোরোক জানিয়েছে, একটি ট্রাক ওই মিনিবাসটিকে ধাক্কা মারলে মিনিবাসটি উল্টে যায়। মিনিবাসটিতে করে গার্মেন্টসের শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছিল।

অপরদিকে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দু'টি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে আরও ছয়জন নিহত হয়েছে।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী মালয়েশিয়ার নাগরিক এবং একজন ভারতীয়। এছাড়া বাকি তিনজন মিসরের নাগরিক। এদের মধ্যে একজন বাসের চালক, একজন ট্যুর গাইড এবং অপরজন নিরাপত্তারক্ষী।

মিসরের সংবাদপত্র আল শোরুক জানিয়েছে, শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে একটি ট্রাক শ্রমিক বহনকারী মিনিবাসটিকে ধাক্কা দিলে অন্তত ২২ জন নিহত হয়। গার্মেন্টস শ্রমিকেরা কাজ শেষে বাসটিতে করে বাড়ি ফিরছিল।

ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। লোহিত সাগরের অবকাশ কেন্দ্র আইন শোখনায় যাওয়ার পথে বাস দুটি দুর্ঘটনা কবলিত হলে মালয়েশিয়ার দুই নারী, এক ভারতীয় পুরুষ ও তিন মিসরীয় নিহত হয়। এছাড়া আরও অন্তত ২৪ জন আহত হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।


বিষয়: মিসর


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top