সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


তুরস্কে রানওয়েতে বিমান ছিটকে পড়ে তিন টুকরা, আহত ২১


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৫

আপডেট:
৭ মে ২০২৪ ১৫:২২

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন। ইজমির থেকে অভ্যন্তরীণ এ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।

এই ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ার পর তিন টুকরো হয়ে গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  তুরস্কের পরিবহনমন্ত্রী কাহিত তুরহান সিএনএন তুর্ককে জানিয়েছেন, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিল। লোমহর্ষক ঘটনা সত্ত্বেও কেউ মারা যায়নি। জানা গেছে, বিমানটি ভারী বৃষ্টিতে বিমানবন্দরে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।

ইস্তানবুলের গভর্নর আলি যেরলিকায়া বলেন, আহত ২১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুর্কি বিমান সংস্থা পেগাসাসের বিমানটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিমানের একটি বিশাল ফাটল দিয়ে যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে।


বিষয়: তুরস্ক


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top