সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


ভারতে নজিরবিহীন অভ্যর্থনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৬

আপডেট:
২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩২

ছবি: ইন্ডিয়া ট‌্যুডে থেকে নেয়া

প্রভাত ফেরী: ভারতে প্রথম সরকারি সফরে এসে নজিরবিহীন অভ্যর্থনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পরিবারের সদস্যদের নিয়ে বিমান থেকে নেমেই প্রেসিডেন্ট ট্রাম্প বিমানবন্দরে উপস্থিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেন। 

বিমানবন্দরে নাচে-গানে ও শঙ্খ বাজিয়ে ভারতীয় রীতিতে সম্মানিত অতিথিদের স্বাগত জানানো হয়। সেখান থেকে সফরসঙ্গীসহ ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গুজরাটের সাবরমতি আশ্রমে যান। গুজরাটে জন্মগ্রহণকারী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী এই আশ্রমে ১৩ বছর বসবাস করেছিলেন।

সেখান থেকে ট্রাম্প তার সফরের আগে আহমেদাবাদে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু মোরেতা স্টেডিয়ামে যান। স্টেডিয়ামের ২২ কিলোমিটার পথের দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার লোক ট্রাম্পকে স্বাগত জানান। রাস্তায় পাশে বিলবোর্ডে ‘নমস্তে ট্রাম্প’ লেখা ও বিভিন্ন স্লোগানসহ দুই নেতার ছবি শোভা পাচ্ছিল।

মোতেরা স্টেডিয়ামের ‘নমস্তে ট্রাম্প’ মঞ্চে একসঙ্গে হাজির হন ট্রাম্প-মোদি। ট্রাম্পকে স্বাগত জানিয়ে মোদি বলেন, ‘১৩০ কোটি ভারতীয়র পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানালাম। মেলানিয়া ট্রাম্পের ভারতে আসা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। ইভাঙ্কা ও জ্যারেডের উপস্থিতিও আমাদের কাছে বড় সম্মানের বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। আপনার আসার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হলো। আপনাকে স্বাগত জানাতে পুরো দেশ উন্মুখ হয়েছিল।’
ট্রাম্প তার ভাষণে বলেন, ‘আট হাজার মাইল পেরিয়ে এখানে এসেছি একটা বার্তা দিতে, তা হলো আমেরিকা ভারত ও ভারতবাসীকে ভালোবাসে। এমন সুন্দর একটা স্টেডিয়ামে আপনাদের মধ্যে এসে আমি খুব আনন্দিত। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন একজন চাওয়ালা। সেই চাওয়ালা বন্ধু নরেন্দ্র মোদির জন্য আমি গর্বিত। মোদিকে সবাই ভালোবাসে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকা ভারতের সবসময়ের বিশ্বস্ত বন্ধু। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহিষ্ণু দেশ হিসেবে ভারত নিজেকে প্রতিষ্ঠা করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। আপনাদের একতা বিশ্বের কাছে অনুপ্রেরণা।’

ভাষণে ভারতকে সামরিক হেলিকপ্টার, সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দুই দেশের মধ্যে তিনি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি হবে বলে জানান। এ সময় পাকিস্তানেরও সমালোচনা করেন তিনি।

দুদিনের এ সফরে এরপর ট্রাম্প ও তার পরিবার তাজমহল দেখতে আগ্রার উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাজমহলে পৌঁছান ট্রাম্প দম্পতি। স্ত্রী মেলানিয়ার হাতে হাত রেখে তাজমহলে সান্ধ্যভ্রমণ করেন ট্রাম্প। ছবিও তোলেন। এ সময় তারা পরিদর্শক বইতে স্বাক্ষর করেন। তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্প ‌পরিদর্শক বইতে লেখেন, ‘সৌন্দর্যের কালজয়ী নিদর্শন’। তার নিচে সই করেন তিনি এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top