সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


দক্ষিণ-পূর্ব তুরস্কে বিস্ফোরণে ৫ জন নিহত


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ২২:৫৪

আপডেট:
৮ মে ২০২৪ ০৪:৫২

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী: আজ তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বাড়িতে তৈরি একটি বোমা রাস্তায় বিস্ফোরিত হলে, কাজে যাবার সময়ে বন বিভাগের ৫ জন কর্মী নিহত হয়েছে। প্রধানত কুর্দি অধ্যূষিত দিয়ারবাকির প্রদেশে কুল্প শহরে আজ ভোর বেলাকার এই বিস্ফোরণের জন্য আঞ্চলিক গভর্ণরের দপ্তর কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছে। তারা অতীতেও এ রকম আক্রমণ চালিয়েছিল। তাৎক্ষণিক ভাবে কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে তুরস্কের প্রধানত দক্ষিণ পূর্বাঞ্চলের কুর্দি এলাকাগুলোতেই তিন দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহ করে আসছে। ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত এতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছেন। এই গোষ্ঠিটিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন বলেই বিবেচনা করে।

দিয়ারবাকিরের গভর্ণরের দপ্তর থেকে বলা হয়েছে যে তুরস্কের সামরিক বাহিনী এই আক্রমণের হোতাদের ধরার জন্য অভিযান শুরু করেছে।

 

সূত্র: ভয়েস অব আমেরিকা


বিষয়: তুরস্ক


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top