সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

এক রহস্যময় অরণ্যের ইতিকথা : শিবব্রত গুহ


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২১:৩৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:৩০


পৃথিবীর বুকে অনেক অরণ্য রয়েছে। আজ আপনাদেরকে এক রহস্যময় অরণ্যের ইতিকথা বলবো। সেই অরণ্যের নাম কি জানেন? নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সত্যি অবাক। এই অরণ্যের নাম হল আমাজন।
এই আমাজন অরণ্যের নাম শুনলে প্রথমেই যে দেশটার নাম মনে আসে, তার নাম হল ব্রাজিল।
এছাড়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া,গায়ানা, সুরিনাম ও ফরাসী গায়ানাতেও এই অরণ্য আছে। এটি আমাজনের জঙ্গল নামেও পরিচিত।
এই অরণ্য হল দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত এক বিরাট বিশাল বনভূমি। এই বনভূমি ৭০ লক্ষ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত। এই অরণ্যের প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। সারা পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট আছে, তার অর্ধেকটাই এই অরণ্য। নানা রকমের প্রজাতির বাসস্থান হিসাবে সমৃদ্ধ হল এই অরণ্য। এখানে প্রায় ৩৯০ বিলিয়ন গাছ আছে। যেগুলো আবার প্রায় ১৬০০০ প্রজাতিতে বিভক্ত।
আমাজনকে বিভিন্ন ভাষায় নানা নামে ডাকা হয়ে থাকে। পর্তুগীজ ভাষায় Floresta Amazonica
Or Amazonia, স্প্যানিশ ভাষায় Selva Amazonica, Amazonia or usually Amazonia, ফরাসী ভাষায় Foret Amazonienne.

পৃথিবীর বুকে আমাজনের গুরুত্ব অপরিসীম। সারা বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন আসে এখান থেকেই। এই বনের নদী, মানে আমাজন নদী হল অধিকাংশ নদীরই উৎস। এই নদী পৃথিবীতে প্রচুর জলের যোগান দিয়ে থাকে। এই অরণ্যে আছে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ ও
৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর পাশে, আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী থাকে।
আমাজনে, বাস করে, ৩০০ - এর বেশি উপজাতি। এখানকার মোট ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা হল
১০ লাখেরও বেশি।তারা অধিকাংশ কিন্তু ব্রাজিলিয়। এছাড়া, তারা পর্তুগীজ, স্প্যানিশ প্রভৃতি ভাষায় বলে কথা। এছাড়া, তাদের ভাষা আছে নিজস্ব। এদের মধ্যে কিছু হল যাযাবর। এদের সাথে বাইরের পৃথিবীর কোন যোগাযোগ থাকেই না বললেই চলে।
আমাজন হল এক রহস্যময় অরণ্য। এই অরণ্যের কোণে কোণে ছড়িয়ে আছে রহস্যের ঘনঘটা। এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সাপ Anaconda. একে বলা হয় পৃথিবীর ফুসফুস। এর সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগের ইয়াসিন যুগে।
১৫৪২ সালে, একজন স্প্যানিশ পর্যটক এখানে এসেছিলেন। তিনি এখানে একজন নারীকে পুরুষের সাথে সংগ্রাম করতে দেখেছিলেন। তাই, এর নাম দিয়েছিলেন আমাজন। এটি কিন্তু একটি গ্রীক শব্দ। এর অর্থ কি জানেন? এর অর্থ হল নারী যোদ্ধা।
এই অরণ্যের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এক ফুটন্ত নদী। এই নদী রহস্যে মোড়া। এর জল খুব উষ্ণ। এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা ৯৩ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে। বিজ্ঞানীরা হাজারো প্রচেষ্টা করেও এর প্রকৃত কারণ এখনো অনুসন্ধান করে উঠতে পারেননি।
আমাজন হল একটা রেইনফরেস্ট। এখানে প্রায়ই রোমাঞ্চকর সব ব্যাপার স্যাপার ঘটে থাকে। যা মানুষকে অবাক করে প্রতিনিয়ত। বৃষ্টির সময়, এখানকার কোন কোন জায়গায় মাটিতে বৃষ্টির জল পৌঁছাতে সময় লেগে যায় কত জানেন? আপনারা শুনলে অবাক হবেন৷ সময়টা হল ১০ মিনিট।
এখানে অতিকায় প্রজাতির উদ্ভিদদের মধ্যে আছে " Victoria Amazonia " নামের এক জলপদ্ম। এর নামকরণ করা হয়েছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে। এর পাতাগুলো আয়তনে ৩ মিটার পর্যন্ত বড় হতে পারে। এটি ভার বহন করতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের।
সারা পৃথিবীর ১০ শতাংশ অচিহ্নিত প্রাণীর বসবাস এখানে। প্রত্যেক বছর বিজ্ঞানীরা, এখানে অসংখ্য অচেনা অজানা প্রাণীর সন্ধান পান।
ব্রাজিলিয়ান আমাজনের বেশ কিছু নকশা পাওয়া যায় দেখতে। এগুলো আজ অবধি রহস্যে ঘেরা র‍য়েছে। নৃতাত্ত্বিকেরা এখনো এই রহস্যের সমাধান করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আমাজন তার রহস্য নিয়েই হাতছানি দিয়ে ডেকে চলেছে মানুষকে।
( তথ্য সংগৃহীত)

 

শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top