সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

আনন্দের নিত্যতা সূত্র : রহমান তৌহিদ


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২০ ২২:৪৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৭:২২

ছবিঃ রহমান তৌহিদ


ছালাম সাহেব হাসিমুখে সালাম বিতরণ করেন। ঈদের দিনে চকচকে নোট বিতরণ করেন নিজ হাতে। নোটের মূল্যমান কমেছে, কিন্তু তিনি অঙ্কটা বাড়াতে পারছেন না। প্রতিবারই ধার-দেনা শোধ করে বোনাসের টাকায় কেনাকাটার বাড়তি রেটের সঙ্গে পেরে ওঠেন না। বসকে বলে কয়ে দু’একটা ট্যুর করে কিছু টাকা সাশ্রয় - সেটাও আজকাল হচ্ছে না। যাহোক ছালাম সাহেবের সালাম ও সালামী নিয়ে সামনা-সামনি কেউ কিছু না বললেও কমন সার্ভিসের কদম আলী জ্ঞান বিতরণ করেন ঃ টাকার কাজ সালাম দিয়ে হয় না।
ঈদের ক’দিন আগে বড় একটা টেন্ডার হয়েছে। অফিসে একটা উৎসব উৎসব ভাব। ছালাম সাহেবের রুমে এসে ঠিকাদারের ম্যানেজার স্মার্টভঙ্গিতে টেবিলের ড্রয়ার খুলে একটা খাম ঢুকিয়ে দিল।
‘ আপনাদের অফিসে কোন সিস্টেম নেই। গতবার ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার বস আপনার বসকে সবার জন্য খাম দিয়ে গেল , অথচ আপনার বস কিনা বেশির ভাগই মেরে দিলেন। কি লজ্জা। তাই এবার বস আমাকে দায়িত্ব দিয়েছেন, কেউ যেন বাদ না পড়ে। বসের ঈদের আনন্দে শরিক হোন। ফেরৎ দিয়ে বসকে দুঃখ দেবেন না। ’
ছালাম সাহেব একবার ভাবলেন, কড়া কথা বলে খামটা ফেরৎ দেবেন। আবার ভাবলেন, এভাবে যদি সবাই খাম পেয়ে থাকে, তাহলে তিনি একা খাম ফেরৎ দিলে আর রক্ষে নেই। নিজের বসকে তো জানেনই, ম্যানেজারের বসের হাত যে প্লাস্টিকম্যানের হাতের মতো লম্বা তা আন্দাজ করতে পারেন। তাকে দুঃখ দেওয়া ?
ছালাম সাহেব খামটা নিয়ে বড় মুশকিলে পড়লেন।
পান্থপথের ক্রসিংয়ে দাড়ালে সাহায্যপ্রার্থীর অভাব হয়না। অতি পরিচিত মুখের ভিড়ে দেখলেন কিছু নতুন মুখ। এখনও ঠিক চালাক চতুর হয়ে উঠতে পারেনি। ট্রাফিক সিগনালের এক কোনে দেখলেন এক বৃদ্ধা। চোখে মুখে শঙ্কা। সাহায্য চাইবেন কি চাইবেন না দ্বিধায় আছেন।
ছালাম সাহেব এগিয়ে গেলেন।
‘ একটা কথা কইতাম বাবা। পোলাডা রিসকা চালায়, বেটার বৌ বাসা বাড়িতে কাম করে। এতদিন আমারে খাওয়াইছে। অহন কয় ভিক্ষা করতে... ’
ছালাম সাহেব কোন কথা বললেন না। পকেট থেকে খামটা বের করলেন, মুখটা খুলে এক হাজার টাকার নোটগুলো বৃদ্ধার হাতে তুলে দিলেন। বৃদ্ধার মলিন মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিড়বিড় করে কি বললেন, তা শোনার অপেক্ষায় থাকলেন না ছালাম সাহেব। দ্রুত স্থান ত্যাগ করলেন।
বাল্যকালে পদার্থবিজ্ঞানে শক্তির নিত্যতার সূত্র পড়েছিলেন। সেটাই নতুন করে আওড়ালেন ঃ
আনন্দ সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না। আনন্দ এক রুপ থেকে অন্য রুপে রুপান্তরিত হয়।

রহমান তৌহিদ
লেক সার্কাস , কলাবাগান ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top