সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

আজকে আহসান হাবীব বসের জন্মদিন : আনিসুল কবীর


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২০ ২৩:২৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৩:১৭

 

আমি ছোটকাল থেকেই উন্মাদ পড়ি। তবে উন্মাদে কার্টুনিস্ট আহসান হাবীবের কার্টুন আমার সবচেয়ে পছন্দ ছিলো। এখনও বেশ কিছু কার্টুনের কথা মনে হলে হাহা করে হেসে উঠি। সেসব অতিব মজাদার কার্টুনগুলো সবই ছিলো কার্টুনিষ্ট আহসান হাবীবের। হুমাযুন আহমেদের লেখা এলেবেলেতেও আছে আরও কিছু মাস্টারপিস কার্টুন যা আমার স্মৃতিতে সারাজীবনের জন্য সংরক্ষিত। খুব সাধারন ভাবে কলম দিয়ে পাঁচ দশটা টানে যে এমন মজাদার আর প্রানময় কার্টুন হতে পারে, ভাবাই যায় না। বিখ্যাৎ তিন ভাইয়ের মধ্যে কার্টুনিষ্ট আহসান হাবীব আমার খুব পছন্দের মানুষ ছিলেন। কিন্তু মিডিয়া বিমুখ মানুষটির লেখা আঁকা খুব বেশি পাওয়া যেত না সে সময়।

তারপর জীবনের নানা চড়াই উৎরাইয়ের একসময় কিভাবে যেন উন্মাদ তথা কার্টুনিষ্ট আহসান হাবীব বসের সাথে কাজ করার সুযোগ পেয়ে গেলাম। উনি এখন আমার মতো কিছু বুড়া ও শতশত তরুণ বয়সের মানুষের সন্মানীত বস। বস মানে বস, একেবারে মনের ভিতর থেকে উঠে আসা শ্রদ্ধা আর ভালোবাসার বস। কাজ, আড্ডা, পরিবার আর সবার প্রতি সমান ভালোবাসা ও শ্রদ্ধা রেখে অতি সাধারন জীবন যাপন করার এক অনন্য নজির রেখে চলেছেন বস। নিজের অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত রেখে হাজার হাজার তরুণকে পথ দেখিয়ে চলেছেন। বট গাছ, কান্ডের পর কান্ড নামিয়ে বিশাল এলাকা দখল করে, বসও যেন একের পর এক প্রতিভাবান তরুণ কার্টুনিষ্ট তৈরী করে বাংলাদেশের কার্টুন জগতের মহিরুহতে পরিনত হয়েছেন।

আজকে বসের জন্মদিন। শুভ জন্মদিন বস। আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি।

 

লেখক: আনিসুল কবীর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top