প্রধান অতিথি : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২০ ২৩:৫৫
আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২

জলিল সাহেব ঝাঁপসা চোখে তাকালেন।
হাস্যমুখে দাঁড়িয়ে যে ছেলেটি তাকে চেনা মনে হচ্ছে।
মনে করার আপ্রাণ চেষ্টা করছেন।
ছেলেটি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হবার জন্য তাকে অনুরোধ করছে।
মনে পড়েছে।
কয়েক মাস আগে ছাদে সাউন্ড বক্স নিয়ে নেচে গেয়ে সুন্নতে খৎনার গায়ে হলুদ অনুষ্ঠানে এই ছেলেটি ছিল।
মেডিকেল থেকে তিনদিন পর বাড়ি ফিরছিল তার ছেলে তাকে নিয়ে।
বাড়ির সামনেই ছিল ছেলেটি।
জলিল সাহেবের ছেলে বলছিল, সাউন্ড কমাতে।
তারপরই অকথ্য ভাষায় গালি আর আরো জোরে শব্দের তান্ডব।
ঐ তো দাঁড়িয়ে, ওয়াজ কমিটির সভাপতি।
মাইকটা ঘুরিয়ে অন্যদিকে দিতে বলায় বলেছিলো, কবরে তো প্রায় চলেই গিয়েছেন। এবার একটু আল্লাহর নাম নিন।
আল্লাহর নাম শুনলে গায়ে আগুন জ্বলে?
বাড়ির সামনে যে কারখানার ধোঁয়া আর শব্দে আর বাঁচতে সাধ হয় না, সে কারখানার মালিকও এসেছে।
সবাই এসেছে বিজয় দিবসের অনুষ্ঠানে ৮৫ বছরের জলিল সাহেবকে প্রধান অতিথি করার জন্য।
তিন চারটি অনুষ্ঠানেই জলিল সাহেবকে প্রয়োজন।পরস্পর কথা কাটাকাটি চলছে। ঝগড়ার শব্দ ক্রমেই বাড়ছে।
জলিল সাহেব ভাবছেন, কেন যুদ্ধ করেছিলেন তিনি?
প্রধান অতিথি হবার জন্য?
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: