সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

প্রভু যীশুর জন্মদিন : শিবব্রত গুহ


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২০ ০০:০৮

আপডেট:
২৭ ডিসেম্বর ২০২০ ০১:০৭



ডিসেম্বর মাস হল এক পবিত্র মাস। এবার প্রশ্ন উঠতে পারে, যে, কেন এই মাস পবিত্র?  ২৫ শে ডিসেম্বর, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, প্রভু যীশু। তিনি জন্ম নেন বেথলেহেমে। তাঁর বাবার নাম ছিল যোসেফ ও মায়ের নাম ছিল মরিয়ম। একদিন,  যীশু,  যেতে যেতে একটি লোককে দেখতে পেলেন, সে ছিল জন্মান্ধ। তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, " রব্বি, কার পাপে এই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের না তার বাবা মায়ের পাপে? "

যীশু উত্তর দিলেন, " পাপ এই ব্যক্তি করে নি, কিম্বা এর বাবামাও করেনি কিন্তু এই ব্যক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের কাজ যেন প্রকাশিত হয়, তাই এমন হয়েছে।" " আমি জগতের জ্যোতি ; যে আমার অনুসরণ করে, সে কোনো মতে অন্ধকারে চলিবে না। " -  যোহন ৮ঃ ১২।

" আমিই উত্তম মেষপালক ; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ বিসর্জন করে। " - যোহন ১০ঃ ১১।

" কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। " - রোমীয় ৩ ঃ ২৩।

" কেননা পাপের বেতন মৃত্যু ; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ - দান আমাদের প্রভু যীশুখ্রীষ্টেতে অনন্ত জীবন।" - রোমীয় ৬ ঃ ২৩।

" তুমি যদি প্রকাশ্যে স্বীকার কর যে যীশুই প্রভু এবং তোমার হৃদয়ে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে তুলেছেন,  তবে পরিত্রাণ পাইবে। " - রোমীয় ১০ ঃ ৯।

আজ ২৫ শে ডিসেম্বর।  এটা একটা পবিত্র দিন। এই পবিত্র দিনে প্রভু যীশু জন্ম নিয়েছিলেন। এ এক খুব আনন্দের ব্যাপার ছিল সারা পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য। এবার প্রশ্ন উঠতে পারে, যে, কেন এই আনন্দের ব্যাপার ? 

মানুষ পাপের সাগরে নিমজ্জিত ছিল। তারা জানতো না,  যে কিভাবে তারা এই পাপ, রোগ,  দুঃখ,  কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা থেকে মুক্তি পাবে?  কিভাবে পাবে মুক্তি?

ভয় নেই, এই জগতের জীবন্ত ঈশ্বর প্রভু যীশু সমগ্র মানবজাতিকে দেবেন মুক্তি সব রোগ, শোক, পাপ, কষ্ট থেকে। তিনিই হলেন মুক্তিদাতা,  শক্তিদাতা, শান্তিদাতা ও বুদ্ধিদাতা। তিনি হলেন সর্বশক্তিমান।

প্রভু যীশু হলেন ভালোবাসার ঈশ্বর।  তাঁর ভালোবাসা হল পবিত্র। এই পবিত্র ভালোবাসার স্পর্শে, পাপী হয়ে যায় পুণ্যবান, অধার্মিক হয় ধার্মিক, মূর্খ হয় মহাপন্ডিত। তাঁর ভালোবাসার পরশ যে একবার হৃদয়ে অনুভব করেছে, সে জানে, এই পরশ কত মধুময়!

তা ভাষায় যায় না প্রকাশ করা। প্রভু যীশু হলেন ক্ষমাশীল। তিনি তাঁর চরম শত্রুদেরকেও করেছেন ক্ষমা। তিনি সারা পৃথিবীর মানব জাতির সামনে ক্ষমার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা সত্যিই নজিরবিহীন।

প্রভু যীশু হলেন এই জগতের মহান ঈশ্বর।  তিনি একবার তাঁর শিষ্যদের পা ধোয়ান। যা এক অভূতপূর্ব ঘটনা! " আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি,  যেন, যে কেহ আমাতে বিশ্বাস করে, সে অন্ধকারে না থাকে। "- যোহন - ১২ ঃ ৪৬। " আমিই পথ, ও সত্য, ও জীবন ; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। " - যোহন - ১৪ ঃ ৬।


আজ,  এক আনন্দের দিন, ২৫ শে ডিসেম্বর, প্রভু যীশুর জন্মদিনে,  তাঁর কাছে করযোড়ে প্রার্থনা জানাই, যে, প্রভু যীশু তুমি, মানবজাতিকে এই করোনা নামক অভিশাপ থেকে দাও, মুক্তি, মুক্তি, চিরতরে মুক্তি।

( তথ্য সংগৃহীত )

 

শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top