সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী : শিবব্রত গুহ


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪১

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৩

 

হিন্দু ধর্মে,  অনেক দেবী রয়েছেন। তাঁদের মধ্যে দেবী সরস্বতী হলেন অন্যতম প্রধান।  তিনি একাধারে বিদ্যার দেবী,  অন্যদিকে হলেন সংগীতের দেবী। দেবী সরস্বতীকে কেন্দ্র করে যে পূজা হয়, তাকে বলে সরস্বতী পূজা।

এই পূজা হিন্দুদের সেরা পূজাগুলির মধ্যে অন্যতম। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে, সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে প্রসিদ্ধ। এই পূজা ঘিরে চারিদিকে বিরাট উদ্দীপনার সৃষ্টি হয় প্রত্যেক বছর।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়া,  উত্তর ভারত, ওড়িশা,  নেপাল ও বাংলাদেশে ধুমধাম সহকারে, সরস্বতী পূজা হয়ে থাকে। এই দিন, সকালে, নানা শিক্ষা প্রতিষ্ঠান,  বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, দেবী সরস্বতীর পূজা হয়।

এই দিন, বড়ই শুভ ও পবিত্র। এদিনে, শিশুদের হাতেখড়ি দেওয়া ও ব্রাক্ষ্মণ ভোজন করানো হয়ে থাকে। সরস্বতীর পূজার অঞ্জলি দেওয়ার আনন্দই আলাদা। তা ভাষায় যায় না প্রকাশ করা।

সরস্বতী হলেন বৈদিক দেবী। প্রাচীন কালে, তান্ত্রিক সাধকেরা, সরেশ্বরী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। বর্ধমানের মহারাজারা, এই পূজায়, বিশেষ সমারোহের আয়োজন করতেন। বহুদূর থেকে মানুষেরা এই পূজার বিসর্জন দেখতে আসতেন।

আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী  পূজার  প্রচলন হয় বিংশ শতাব্দীর  প্রথমার্ধে। দেবী সরস্বতীকে জানাই, আমার শতকোটি প্রনাম।

(তথ্য সংগৃহীত)

 

শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top