সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

রাখাল বালক ও একটি স্প্যানিশ কিংবদন্তি : পরমার্থ বন্দ্যোপাধ্যায়


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ১৮:৪৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২১:৫১

 

এক

স্পেনের ভ্যালেনসিয়া প্রদেশের ছোট্ট শহর, ‘ক্যালোসা ডি সেগুরা’তে (CALLOSA DE SEGURA)  ৫ই অগস্ট, থেকে শুরু হয়ে গেছে, ক্যাথলিক খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, ‘নভেনা’(NOVENA), ন’দিন ব্যাপী প্রার্থনা এবং ধর্মীয় আচার আচরণ পালনের রীতি।

এই নভেনার পিছনে রয়েছে এই শহরের একটি প্রাচীন লোকগাথা : এখানকার মানুষের বিশ্বাস অনুযায়ী, আজ থেকে প্রায় দেড়শো বছর আগে, ‘ভেনানসিও’ নামক এক রাখাল বালক, এই শহরের, ছোট্ট পাহাড় ‘সিয়েরা ক্যালোসিনা’তে(SIERRA CALLOSINA) তার ছাগলের পাল চরাতে গেছিল, এই সময় হঠাৎ করে একটি ছাগল বাচ্চা পাহাড়ের এমন  ধারে চলে যায় যে সেই বিপজ্জনক জায়গা থেকে সেটি কিছুতেই নিজে থেকে ফিরতে পারছিল না, রাখাল ভেনানসিও তখন ছাগল বাচ্চাটিকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত  পা ফস্কে পাহাড় থেকে পড়ে যেতে থাকে, এই রাখাল বালক ভেনানসিও ছিল বাইবেলে বর্ণিত, ‘সেন্ট স্যান রক’(SAN ROQUE)-এর পূজারী, ভেনানসিও তখন নাকি স্যান রক’কে স্মরণ করতে থাকে এবং পাহাড় থেকে নিচে পড়েও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পায়। কৃতজ্ঞ ভেনানসিও সেই থেকে সারাজীবন অগস্ট মাসের পাঁচ তারিখে, ওই পাহাড়ের মাথায় একটি বিরাট লণ্ঠন জ্বালিয়ে দিয়ে আসত, যা দেখে সারা শহরের মানুষ তার পূজনীয়, স্যান রকের মাহাত্ম্য বুঝতে পারত। ভেনানসিও-এর মৃত্যুর পর থেকে এযাবৎ তার বংশধরেরা এই প্রথা বজায় রেখেছেন। এখন এটি, ‘ক্যালোসা ডি সেগুরা’ শহরের একটি প্রধান উৎসব। ৫ই অগস্ট, স্থানীয় চার্চ থেকে শহরের মানুষেরা শোভাযাত্রা করে, ‘সিয়েরা ক্যালোসিনা’ পাহাড়ে

আরোহণ করেন, অনেকের পরনে আবার থাকে প্রাচীন কালের (ভেনানসিও’র আমলের) পোশাক।

একটি বাচ্চা ছেলে অথবা মেয়েকে ভেনানসিও সাজানো হয়, সঙ্গে অবশ্যই থাকে একটি ছাগল বাচ্চা। তারপর বিশ্বাস অনুযায়ী যেখান থেকে বালক ভেনানসিও পড়ে গেছিল সেখানে জ্বালিয়ে দেওয়া হয় একটি বিরাট লণ্ঠন, সারা শহর সেই লণ্ঠনের আলো দেখে স্মরণ করে ভেনানসিও এবং স্যান রকের কিংবদন্তি আর শুরু হয়ে যায় ন’দিন ব্যাপী নভেনা উৎসবের।

 

দুই

এই লোকগাথার কোনও ঐতিহাসিক  ভিত্তি খুঁজতে গেলে ভুল হবে, ইতিহাস নয় বলেই আর সব লোকগাথার মতো এই ঘটনার সঠিক সনের উল্লেখ নেই এবং আনুমানিক দেড়শো বছর ধরে এই কিংবদন্তি চলে আসছে।

প্রাচীনকালে এইসব গল্প সহজেই লোকমুখে পল্লবিত হত, ছাগলেরা কখনও পাহাড়ের দুরুহ জায়গাতেও তাদের ভারসাম্য হারায় না, রাখাল বালকের কল্পনা ছাড়া এর আর কী ব্যাখ্য হতে পারে! তবু আজও সেই কিংবদন্তির অক্ষুণ্ণ প্রভাবে ছোট্ট এই স্প্যানিশ শহরে প্রতিবছর পালিত হয়ে আসছে ধর্মীয় উৎসব নভেনা। আধুনিকতার ভিতরেও প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ঐকান্তিক প্রচেষ্টা হিসেবে এই উৎসব নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অলৌকিকতায় বিশ্বাস হয়তো ফিকে হয়েছে, কিন্তু গল্পটা আছে, শেষ পর্যন্ত সব কিছু তো একটা গল্পই হয়ে যায়।

 

পরমার্থ বন্দ্যোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top