সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

নতুন আলোর রশ্মিতে (প্রথম পর্ব) : ড. মীনা মুখার্জী


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৪৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২০ ১০:৫৪

 

মৃদুল রায় কর্পোরেট অফিসার,কর্মসূত্রে কোলকাতায়৷পামেলা সহকর্মী৷দিনে-দিনে প্রেম প্রগাঢ় ও উভয়ে পরিণয়াবদ্ধ৷সময় গড়ায় সতেজে৷মৃদুলের মা কল্যাণী দেবী নাতনি সামলাতে শিলিগুড়ি থেকে কোলকাতায়৷কারণ রোজই সাতসকালে ঘোড়ায় জিন লাগিয়ে তাঁর ছেলে বৌয়ের অফিসে ছোটা৷ফেরা সেই সন্ধ্যেয়৷তাই শ্বাশুড়ির কাছে ছেলে জিম্মা৷মন্দ লাগেনা৷সারাদিন নাতনির পরিচর্য্যা ও বাড়ির যাবতীয় কাজকর্মের মাঝে বেশ ব্যস্ততায়ই দিন কাটছে৷

তবে প্রাণ যেন হাঁপিয়ে উঠছে মাঝে মাঝে৷বাড়ন্ত শিশু, দিন দিন দুষ্টুমি বাড়ে বই তো আর কমেনা৷ঠাম্নিকে যারপরনাই ভালবাসে,এই এক চিলতে রীতি৷টকর টকর কথা বলতেও শিখেছে৷স্কুলে ভর্ত্তি করলেই এবার একটু বাড়ী যেতেই হবে তাঁকে৷বিধবা মায়ের এক মাত্র ছেলের উপর ও বিশেষ টান!বৌমা ভালবাসুক আর নাই বাসুক ,ছেলে-নাতনির মুখ চেয়ে যাই-যাই করেও পিছপা হওয়া আর কি!তারপর নাতনির কল-কলানির অপার মুগ্ধতা!তবুও তো.....স্বোপার্জিত ধনের কত কষ্টের সেই ঘরখানা,কত স্মৃতি বিজড়িত!তাছাড়া বৌমা তো বলেই—

—ঠিক আছে মা,আর আপনার থাকার দরকার নেই,আমি ম্যানেজ করে নেবো৷ফুল টাইম মেইড্ নাহয় ক্রেশে রাখলেই চলে যাবে৷
বাড়ীর কাজকর্ম ,চাষজমির ব্যবস্থাদির বাহানায় ছেলেকে রাজী করিয়ে কল্যাণী দেবী ছেলেকে আহত করেই বাড়ী চলে গেলেন ভাসুরপোর সাথে৷এদিকে ঠাম্মি চলে যাওয়ায় রীতি রাণীরও মন খুব খারাপ৷তার ঠাম্মি কত কিছু বানাতো তারজন্য৷নাড়ু,কেক,পাটিসাপ্টা,হালুয়া ;আর এখন শুধু ব্রেড আর  ওমিন৷ভাল্লাগেনা৷নতুন ঠাম্মির(নতুন পরিচারিকার) সাথে তেমন বনছেনা৷সবসময় সে চুপচাপ৷

— দেখলে তো মায়ের পিছনে লেগে লেগে বাড়ী পাঠিয়ে মেয়েটা কেমন যেন ডিপ্রেসড হয়ে গেল ৷ডে-ওয়ান থেকে মা খুঁটে খুঁটে মানুষ করলো ,আর তুমি......?
—আচ্ছা বাবা,কাউন্সেলর ডাকছি আর ডাঃ বোসের কাছে এ সপ্তাহেই এপোয়েন্টমেন্ট নিচ্ছি৷আসলে মার আদরে হিয়া পড়তেই চায়না৷একটু অসভ্য ও হয়েছিল৷দেখছিলে না,আমাদের কেমন নেগলেট করে৷মা তো আবার আসবেনই৷এটা কোনও প্রবলেমই নয়৷চলো ডার্লিং আজ আমরা 'প্রাইডে' যাবো ডিনারে৷মেয়েটা আনস্মার্ট হচ্ছে ৷ বাইরের সোসাইটিতে এখন থেকে না মিশলে প্রমোশনে যখন তুমি ইউ এস যাবে তখন মুশ্কিলে পড়তে হবে মেয়েকে নিয়ে৷তাই নেক্সট মান্থ থেকে ভাবছি মেয়েকে ক্রেশে দেবো৷

—হুঁঃ ,আমার মাথা কাজ করছেনা৷তুমি তো অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতেই পারো৷মাকেও সময় দিতে হবে৷প্রমোশনটা কি এমনিই হয়ে যাবে?
—মাম্মা,আমি আজ কিচ্ছু খাবোনা,ঠাম্মির সঙ্গে কথা বলতে চাই৷
—ঠাম্মির বাড়ীতে তো ফোন নেই আর এখন ঠাম্মি ঘুমায়,বিকেলে কাকুদের ফোনে কল করবো ৷ঠিক না মাম্মা?চলো আজ আমরা 'প্রাইড হোটেলে' খাবো৷তোমাকে চিলি-চিকেন,চাউমিন খাওয়াবো,আইসক্রিমও৷ চলবে....

 

ড. মীনা মুখার্জী
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top