বিদেশ যাত্রায় সবার জন্য করোনা সনদ বাধ্যতামূলক নয়
প্রকাশিত:
১ আগস্ট ২০২০ ০১:২২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

১৮ দিনের মাথায় প্রত্যেক বিদেশগামীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পরিবর্তন করলো বাংলাদেশ সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী গন্তব্য দেশ যদি সার্টিফিকেট চায় তবেই করোনা পরীক্ষা করতে হবে; নাহলে সার্টিফিকেট ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা। বৃহস্পতিবারই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১২ জুলাই বিদেশগামীদেরর করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহের বাধ্যবাধকতার ঘোষণা দেয়া হয়। ২৩ জুলাই থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের পর ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে বিদেশগামীদের। পর্যাপ্ত সংখ্যক বুথ না থাকার কারণে অনেকেই বিপাকে পড়েছেন। লম্বা লাইন দিতে হচ্ছিল যাত্রীদের। সারাদেশে মোট ১৩ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে ১৩টি বুথে বিদেশগামীদের নমুনা পরীক্ষার বুথ রয়েছে। আর ঢাকায় রয়েছে মাত্র একটি। দুই দিন আগেই সার্ভার ডাউন থাকার কারণে চট্টগ্রাম থেকে ফ্লাইট ধরতে পারেননি বেশ কটি ফ্লাইটের অনেক যাত্রী।
৪৮ ঘণ্টা আগে সেখানে নমুনা দেয়ার কথা থাকলেও সময়মত তা হাতে না পাওয়ায় যাত্রীদের অনেকেই ফ্লাইট ধরতে পারছিলেন না। পর্যাপ্ত সংখ্যক বুথ না থাকার কারণে অনেকেই বিপাকে পড়েন। লম্বা লাইন দিতে হচ্ছিল যাত্রীদের। তাছাড়া যে সার্ভারে পরীক্ষার ফল আপলোড করতে হয় সেটি প্রায়শই ডাউন থাকার কারণে দেরি হয়েছে, বলে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
বিদেশগামীদের বিড়ম্বনার অভিযোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত পরিবর্তন হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: