জো বাইডেনের সঙ্গে কাজ করার প্রস্তাব চীনের পররাষ্ট্রমন্ত্রীর


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২০ ২৩:০৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:১৩

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সতর্ক করে দিয়ে বলেছেন, বেইজিংয়ের বহু মার্কিন সমালোচক দুই দেশের মধ্যে বিরোধের পরিস্থিতি সৃষ্টি করছেন এবং উভয় দেশের সাধারণ স্বার্থকে অবজ্ঞা করছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণের পর বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক শক্তি পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে ভয়াবহ অবনতি হয়েছে। পরস্পরের পণ্যে শুল্ক আরোপ, করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করা, মেধাসস্বত্ত্ব চুরিসহ নানা ইস্যুতেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।

এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কভিত্তিক এশিয়া সোসাইটির সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চীনের প্রতি মার্কিন খুব দ্রুত বস্তুনিষ্ঠতা এবং স্পর্শকাতরতার দিকে ফেরাটা গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, তিন থেকে চারটি ইস্যুতে বাইডেনের সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে বলে মনে করেন ওয়াং। কোভিয-১৯, অর্থনীতি পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার প্রয়োজন বলেও মত দেন তিনি।

মহামারি মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদন ও তৃতীয় বিশ্বের দেশগুলোকে সহায়তা করতে বেইজিং ও ওয়াশিংটন সহযোগি হয়ে উঠতে পারে বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা আশা করি আলোচনার মাধ্যমে সহিযোগিতা সম্প্রসারণ ও মতপার্থক্য নিরসন  করতে পারবো।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top