শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ ইতালি: সালভিনির


প্রকাশিত:
২০ মে ২০২১ ২১:১১

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২০:০২

 

প্রভাত ফেরী: বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ পা বাড়াচ্ছেন ভূমধ্যসাগর দিয়ে অবৈধ ইতালির পথে। করোনাকালেও শরণার্থীদের ঢল নেমেছে ইতালিতে এই পথে। এসব শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি।

ভূমধ্যসাগর দিয়ে আসা অবৈধ শরণার্থীদের ঢল কোনোভাবেই থামাতে পারছেন না দেশটির সরকার।  করোনা মহামারির মধ্যেই গত বছরের তুলনায় চলতি বছর অনুপ্রবেশের হার যেমন বেশি তেমনি সাগরে মৃত্যুর সংখ্যাও বেড়েছে অনেক গুণ।
ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির অভিযোগ, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরই ব্যর্থতায় ঠেকানো যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশকারীদের।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী লামরজেজে শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছেন। আমরা পুরো ইতালিকে একটি শরণার্থী শিবির বানাতে পারব না।
ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছরেই অবৈধ শরণার্থীদের মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক। অথচ গতবছর মোট মৃত্যুর সংখ্যা ছিল সেখানে তিন হাজারের বেশি। গত বছরে ইতালিতে শরণার্থী প্রবেশ করেছে ৩৪ হাজার ১৩৫ জন অথচ চলতি বছরের পাঁচ মাসেই এসেছে অন্তত ১৩ হাজার ৩৫৮ জন। যেখানে বাংলাদেশি রয়েছেন দুই হাজারের বেশি। গত বছর মোট বাংলাদেশিদের সংখ্যা ছিল চার হাজারের কিছু বেশি।
‌ইতালিতে ব্যাপক হারে বাংলাদেশি শরণার্থীর অনুপ্রবেশ ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী কমিউনিটির নেতারা।
গত তিন দিনে প্রায় আড়াইশ’ জন শরণার্থী ইতালিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৫৭ জনই বাংলাদেশি। এ বছরই আরও ৬৫ হাজার শরণার্থী ইতালিতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top