আফগানিস্তান থেকে নাগরিকদের সরানোর সময় বাড়ানোর ইঙ্গিত দিলেন বাইডেন


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২১ ২২:৫০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:০৩

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। ​৩১ অগাস্টের পরও আফগানিস্তানে থাকতে পারে আমেরিকার বাহিনী। দেশটিতে আটকে পড়া মার্কিনিদের সেখান দেশে ফেরানোর প্রয়োজনেই এমনটা করা হবে বলে জানান তিনি। খবর বিবিসির।

বাইডেন চাচ্ছেন যে মার্কিন সেনাবাহিনী এ মাসের মধ্যেই আফগানিস্তান থেকে বেরিয়ে আসুক। কিন্তু প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিক এখনও আফগানিস্তানে রয়েছে। এমতাবস্থায় তাদের সেখান থেকে বের করে আনাই অগ্রাধিকার বলে জানান বাইডেন।

গত রোববার তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর বিদেশি সরকারগুলো পশ্চিমা নাগরিক এবং তাদের আফগান মিত্রদের দেশটি থেকে বের করে আনছে। এমতাবস্থায় প্রায় সাড়ে ৪ হাজার মার্কিন সেনা সাময়িকভাবে কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এয়ারপোর্ট ঘিরে রেখেছে তালেবানরা।

মার্কিন নাগরিকরা বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে, দেশে ফিরে আসার জন্য নির্ধারিত ফ্লাইটে উঠতে পারছেন না তারা। কারণ তারা বিমানবন্দরে প্রবেশ করতে পারছে না। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এত বিপুল পরিমাণ মানুষকে উদ্ধারে নিজেদের সক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

বাইডেনের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক বের হয়ে আসতে চাচ্ছে, তাদের দরকারি তথ্য ও রসদ সরবরাহ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top