‘মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে সকল এজেন্সি, খরচ দেড় লাখের নিচে’


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২২ ২৩:০৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৪০

 

প্রভাত ফেরী: মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর খরচ দেড় লাখের নিচে রাখতে চান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‌আগে যা হয়েছে তা ভবিষ্যতে হতে দেয়া যাবে না। মন্ত্রী বলেন, কর্মীদের মারতে নয়, বাঁচানোর জন্য মন্ত্রী করা হয়েছে তাঁকে। এজন্য কর্মীদের স্বার্থ রক্ষায় কঠোর হবেন বলেও জানান ইমরান আহমদ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান মন্ত্রী। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের একটি রিপোর্টের সূত্র ধরে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দু’দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে ২৫ বা ২৫০ রিক্রুটিং এজেন্সির বিষয়ে কিছু উল্লেখ নেই। বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ রাখা হয়েছে সেখানে।”

বাংলাদেশের সকল এজেন্সি কিভাবে কর্মী পাঠানোর সুযোগ পাবে এমন প্রশ্নে ইমরান আহমদ বলেন, “মালয়েশিয়াতে যাদের যোগাযোগ আছে বা নিয়োগদাতারা যেই রিক্রুটিং এজেন্সিকে কাজ দেবে, তারাই কর্মী পাঠাতে পারবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সকল সহযোগিতা থাকবে।”

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো কর্মী পাঠানোর পদ্ধতি চুড়ান্ত হয়নি। তাই কারো সাথে লেনদেন না করার পরামর্শ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। জানুয়ারিতে কর্মী পাঠানোর আশা করেছিলেন, সেটা সম্ভব কিনা? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ” আমরা প্রস্তুত হলেও মালয়েশিয়াতে করোনা পরিস্থিতির কারনে এখন সেখানে কঠোর আবস্থা রয়েছে। তাই ইচ্ছা থাকলেও জানুয়ারিতে কর্মী পাঠানো সম্ভব হবে না।”

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top