২০২১ সালে বিশ্বে ৬ লাখেরও বেশি কর্মীর প্রেরণ
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩১
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

প্রভাত ফেরী: মহামারি করোনা ভাইরাসের মধ্যেও থেমে নেই বৈদেশিক কর্মসংস্থান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী। সরকারের ইতিবাচক অভিবাসন ব্যবস্থাপনার ফলেই বিদেশ কর্মী যাওয়ার এই উর্ধগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত বছর বিভিন্ন দেশে কর্মী যাওয়ার তালিকায় সবার উপরে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে কর্মী গেছে ৪ লাখ ৫৭ হাজার ২২৭ জন। এরপরই রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। দেশটিতে ২০২১ সালে ৫৫ হাজার ৯ জন কর্মী গেছেন।
সংযুক্ত আরব আমিরাত – ২৯ হাজার ২০২ জন
সিঙ্গাপুর- ২৭ হাজার ৮৭৫ জন
জর্ডান – ১৩ হাজার ৮১৬ জন
কাতার- ১১ হাজার ১৫৮ জন
কুয়েত – ১ হাজার ৮৪৮ জন
ইতালি- ৬৫৩ জন
লেবানন- ২৩৫ জন
মরিশাস – ২১৫ জন
যুক্তরাজ্য – ১২৩ জন
দক্ষিন কোরিয়া- ১০৮ জন
সুদান- ৩৯ জন
মালয়েশিয়া- ২৮ জন
ব্রুনাই- ১২ জন
বাহরাইন- ১১ জন
ইরাক- ৫ জন
লিবিয়া- ৩ জন
জাপান- ৩ জন
অনান্য দেশে- ৭ হাজার ৭১১ জন
দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী আয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা কালে দেশের অর্থনীতি যখন স্থবির ছিল, সেই সঙ্কটের মধ্যেও প্রবাসী আয়ে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এদিকে চলতি বছরে নতুন শ্রমবাজারেও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়েছে। এই ধারা অব্যহত থাকলে চলতি বছর জনশক্তি রফতানিতে রেকর্ড হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: