মে-জুনে মালয়েশিয়ার পাম খাতে নতুন নিয়োগ
প্রকাশিত:
১৩ মার্চ ২০২২ ০৩:৩১
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫২

প্রভাত ফেরী: মালয়েশিয়ার পাম বাগানে মে – জুন মাসে বিদেশি কর্মীদের একটি নতুন ব্যাচ আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্ল্যান্টেশন শিল্প মন্ত্রী ৮ মার্চ এক বিবৃতিতে বলেছেন, এই বছরের শুরুতে আরও শ্রম যোগ করার মূল পরিকল্পনা থেকে কয়েক মাস বিলম্ব হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক মালয়েশিয়ায় পাম ফল কাটার জন্য বিদেশি শ্রমিকের অভাবের কারণে উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দক্ষিণ আমেরিকার খারাপ আবহাওয়ার কারণে উদ্ভিজ্জ তেল সরবরাহের জন্য বিশ্বব্যাপী উদ্বেগকে যুক্ত করেছে।
কুয়ালালামপুরে এক শিল্প সম্মেলনে মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন বলেন, বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলে, উৎপাদন ১৮.১ মিলিয়ন টন (গত বছর) থেকে ২০ মিলিয়নে বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট খাতের মন্ত্রী জুরাইদা কামারউদ্দিন ।
মালয়েশিয়ার প্ল্যান্টেশন কর্মীদের প্রায় ৮০ শতাংশই অভিবাসী, তাদের বেশিরভাগই প্রতিবেশী ইন্দোনেশিয়ার। মালয়েশিয়ার পাম রোপণকারীরা করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে ক্রমবর্ধমান শ্রমের ঘাটতির সাথে লড়াই করছে। কারণ সীমান্ত রোধ অভিবাসী শ্রমিকদের আটকে রেখেছিল, পচনশীল পাম ফল সংগ্রহ ও সার দেওয়ার জন্য উপলব্ধ সংখ্যা হ্রাস করে। গত সেপ্টেম্বরে, কর্তৃপক্ষ পাম বাগানের জন্য ৩২,০০০ অভিবাসী শ্রমিক নিয়োগের অনুমোদন দিয়েছিল সরকার।
তবে বিশ্লেষকরা সন্দিহান, শ্রমিকরা সময়মতো আসতে পারবে কিনা। এলএমসি ইন্টারন্যাশনাল এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান জুলিয়ান ম্যাকগিল, এক সাক্ষাতে রয়টার্সকে বলেছেন, যাদের কোনো ফসল কাটার অভিজ্ঞতা নেই, এমনকি যদি তারা (শ্রমিক) আসে, তবে প্রশিক্ষণের জন্য সময় লাগবে, কারণ দক্ষ শ্রমিকদের দিকে তাকাচ্ছেন না, এমন লোকদের দেখছেন সংশ্লিষ্টরা ।
ভোজ্য তেলের বৈশ্বিক সরবরাহ আগামী মাসগুলিতে আঘাত হানবে কারণ শুষ্ক আবহাওয়া ব্রাজিলে সয়াবিনের উৎপাদন হ্রাস করে, বিশ্বের বৃহত্তম তেলবীজ রপ্তানিকারক দেশ, যখন রাশিয়ার ইউক্রেনে আক্রমণ বন্দরগুলি বন্ধ করে দিয়েছে। সূর্যমুখী তেলের বৈশ্বিক রপ্তানির ৮০ শতাংশই রাশিয়া ও ইউক্রেন, যা পামের সঙ্গে প্রতিযোগিতা করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: