পর্তুগালে বাংলাদেশের একটি স্থায়ী মিশন চালু করার বিষয়ে বিশেষ জোর দিলেন পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
৭ জুলাই ২০২২ ১৯:০৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:২৬

 

পর্তুগালে সফরত পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ১ জুলাই পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেজ ক্রাভিনহোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন। এটি পর্তুগাল এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রাণের দাবি বাংলাদেশের একটি স্থায়ী মিশন বা সব প্রকার ভিসা আবেদন করার জন্য কমপক্ষে একটি কনস্যুলেট সেবা চালু করার বিষয়ে বিশেষ জোর দেন। তিনি ব্যাখ্যা করে বলেন এখানে বসবাসকারী বাংলাদেশিদের পরিবারের সদস্যদের পর্তুগালে তাদের প্রিয়জনের সাথে পুনর্মিলনের জন্য। বাংলাদেশি শিক্ষার্থীদের পর্তুগালে উচ্চশিক্ষাসহ দুই দেশের ব্যবসা-বাণিজ্যের অধিকতর সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ সরকারের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর উপস্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়াও দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় সফর এবং বিভিন্ন সহযোগিতামূলক এজেন্ডসহ আঞ্চলিক ও বিশ্বের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। ড এ কে আব্দুল মোমেন বাংলাদেশে বাস্তুতন্ত্র রোহিঙ্গাদের মিয়ানমারের দ্রুত প্রত্যাবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগাল ও ইউরোপ ইউনিয়নের কার্যকর ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম আফেয়ারস ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলমসহ কর্মকর্তারা। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতা উন্নত করবে বলে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top