রুশদের জন্য ভিসার নিয়ম কঠোর করছে ফিনল্যান্ড
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০০:৪৮
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:২২

আগামী সেপ্টেম্বর থেকে ফিনল্যান্ড রাশিয়ার নাগরিকদের ভিসার সংখ্যা এখনকার চেয়ে প্রায় নব্বই শতাংশ কমিয়ে আনবে। এ ঘোষণা দিয়েছেন, ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্টো।
পেক্কা হাভিস্টো অবশ্য এ-ও বলেছেন, ফিনল্যান্ডে চাকুরি, লেখাপড়া বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে ইচ্ছুক মানুষের জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে চান। সুতরাং যাদের ফিনল্যান্ডে আসার যৌক্তিক কারণ রয়েছে তাদের জন্য অবশ্যই সমাধানেরও ব্যবস্থা করা হবে। তবে আগামীতে ফিনল্যান্ডের সাধারণ পর্যটন ভিসা পাওয়া আরো কঠিন হবে’।
করোনা মহামারির প্রকোপ কমার পরে চলতি বছরের গ্রীষ্মে রাশিয়ার নাগরিকদের ফিনল্যান্ড ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে দেশটিতে রুশ পর্যটকদের আগমন অনেক বেড়ে যায়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিমান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেজন্য যে সব রুশ নাগরিক ইউরোপে প্রবেশ করতে চায়, তাদের জন্য ফিনল্যান্ড একটি ট্র্যানজিট দেশ হিসেবে ব্যবহৃত হতে থাকে।
ইইউ এর নেতৃস্থানীয় দেশ জার্মানি ফিনল্যান্ডের এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছে ।
গত ১৫ আগস্ট নরওয়ের আমন্ত্রণে নর্ডিক দেশগুলোর প্রধানমন্ত্রীরা অসলোতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দেখা করার সময় রুশদের ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের পর্যটন ভিসা পাওয়ার ব্যাপারে আলোচনা হয়।
ওই সভায় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেন, ’এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জনগণের যুদ্ধ নয়, এটি ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ’। তিনি রুশদের বিরুদ্ধে পর্যটন ভিসার নিয়ম কঠোর করার আগে সার্বিক বিষয়গুলো বিবেচনা করার যুক্তি দেন।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জার্মান চ্যান্সেলরের বক্তব্যের সরাসরি বিরোধিতা করে বলেন, ’এটা সত্যি যে, যুদ্ধটি রাশিয়ার জনগণ শুরু করেনি। তবে, একই সঙ্গে এটাও স্পষ্ট যে, তারা যুদ্ধকে সমর্থন করে। সুতরাং এটা ঠিক নয় যে, রাশিয়া যখন ইউক্রেনে মানুষ হত্যা করছে, ঠিক সে সময় রুশরা পর্যটকের বেশে ইউরোপে ঘোরাঘুরি করতে পারবে’।
তবে স্ক্যান্ডিনেভীয় আরেক দেশ সুইডেনের সরকার এব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন মনে করেন, বিষয়টি এখনো পরিস্কার নয়।
তিনি মনে করেন, রাশিয়া রাষ্ট্র এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, রুশ জনগণ নয়। এটাও অস্বাভাবিক নয় যে, যারা রাশিয়া থেকে পালিয়ে বাঁচতে চায়, পর্যটক ভিসাই তাঁদের একমাত্র উপায়।
অন্যদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই বিষয়ে একটি ব্যাপক আলোচনার পক্ষে। তিনি ইইউতে ঐক্য রক্ষা করার ওপরও গুরুত্বারোপ করেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: