ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকদের জন্য সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ০১:৩০
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:২৪

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
আর্থিক সুবিধা প্রবর্তনসংক্রান্ত এই ডিক্রিতে গতকাল শনিবার সই করেন পুতিন। ডিক্রির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন। ডিক্রিটি রাশিয়ার একটি সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে।
ডিক্রি অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যাঁরা ইউক্রেন ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হয়ে রাশিয়ায় এসেছেন, তাঁদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে।
রাশিয়ায় আসা প্রতিবন্ধী ব্যক্তিরাও একই পরিমাণ মাসিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন। অন্তঃসত্ত্বারা এককালীন আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন।
ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হবে।
স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল। এ দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানায় ইউক্রেন ও পশ্চিমারা। তারা মস্কোর এই পদক্ষেপকে বেআইনি হিসেবে অভিহিত করে।
গত ১৮ ফেব্রুয়ারি পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে রাশিয়ায় আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
মস্কো ইউক্রেনীয়দের রাশিয়ান পাসপোর্ট দিয়ে আসছে। মস্কোর এই তৎপরতাকে অবৈধ প্রচেষ্টা বলছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য, মস্কোর উদ্দেশ্য ভূমি দখল করা।
পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই অভিযানের ছয় মাস পার হয়েছে।
মস্কো বলছে, তারা নিজেকে রক্ষা করতে ও রুশভাষীদের রক্ষা করতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশভাষীদের নির্যাতন-নিপীড়ন করছে। তবে কিয়েভ এই অভিযোগ অস্বীকার করে আসছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: