কম দক্ষ অভিবাসী চায় না যুক্তরাজ্য


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ০১:৪৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:০০

 

ব্রিটেনে স্বল্প-দক্ষ অভিবাসী কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যাদের অনেকেই নির্ভরশীল কাউকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে। দেশটির অর্থনীতি বৃদ্ধিতে এসব অভিবাসীরা অবদান রাখছে না। তাই অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে দেশটির সরকার। ব্রিটিশ সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

শনিবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেভারম্যান বলেছেন, 'অনেক স্বল্প দক্ষ কর্মী এ দেশে আসছে। অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীও এসেছে। সেই সঙ্গে আমরা সত্যিই অনেক বেশি নির্ভরশীল মানুষ পেয়েছি। যেসব মানুষ যুক্তরাজ্যে আসছে, তারা খুব একটা কাজ করছে না বা করলেও স্বল্প দক্ষতার চাকরি করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না। '

অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ২৩ সেপ্টেম্বর বলেছেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে। অন্যদিকে ব্রেভারম্যান দাবি করেছেন, ট্রাসের সব জ্যেষ্ঠ মন্ত্রীই অভিবাসী কমানোর পক্ষে।

২০২১ সালের জানুয়ারি থেকে দেশটিতে বেশিরভাগ কর্মীর জন্য একটি ভিসার স্পন্সর করতে নিয়োগদাতাদের বছরে কমপক্ষে ২৫ হাজার ৬০০ পাউন্ড ব্যয় করতে হচ্ছে। ফলে কৃষি, আতিথেয়তা, উৎপাদনসহ বিভিন্ন খাতের নিয়োগদাতারা সমস্যায় পড়েছেন। এ সব খাতে স্বল্প মজুরির শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের কর্মীর সংখ্যা হ্রাস পেয়েছে, তবে বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীর সংখ্যা। বিশেষ করে অনেক ভারতীয় কর্মী দেশটিতে কাজ করছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের জুন পর্যন্ত মোট ২ লাখ ৩৯ হাজার জন অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top