মেক্সিকোর রাষ্ট্রদূতকে তিন দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পেরু


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২২ ২১:৫১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:২১

 

মেক্সিকোর রাষ্ট্রদূতকে তিন দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পেরু। পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োর পরিবারকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সিএনএন জানিয়েছে, পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে বামপন্থী ক্যাস্তিয়োকে প্রেসিডেন্টের পদ থেকে চলতি মাসের ৭ ডিসেম্বর সরিয়ে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে দেশটি

কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার দায়ে ক্যাস্তিয়োর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ অভিযোগ তোলা হয়েছে। গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করা হচ্ছে।

এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থন করে আসছে মেক্সিকো। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে বলেও জানানো হয়েছে।

ক্যাস্তিয়োর অপসারণকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবরার জানান, পেরুর রাজধানী লিমায় মেক্সিকোর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়া ক্যাস্তিয়োর পরিবারকে ‘নিরাপদ প্যাসেজ’ দেওয়ার বিষয়ে তার সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

পরে পেরুর পররাষ্ট্রমন্ত্রী আনা সিসিলিয়া গেরবাসি জানান, ‘নিরাপদ প্যাসেজ’ মঞ্জুর করা হয়েছে।

কিন্তু মেক্সিকোর রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে পেরুর সরকার ক্ষুব্ধ হয়। এরপর লিমায় নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত পাবলো মনরয়কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

পেরুর পররাষ্ট্রমন্ত্রী গেরবাসি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে বলেছেন, মনরয়কে বহিষ্কার করার কারণ হচ্ছে- পেরুর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মেক্সিকোর সর্বোচ্চ কর্তৃপক্ষের বিবৃতির পুনরাবৃত্তি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top