৪০০ অভিবাসী নিয়ে নৌযান ভাসছে গ্রিস-মাল্টা সাগরে


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৩ ২১:৩১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:০৬

 

প্রায় ৪০০ অভিবাসীকে নিয়ে একটি নৌযান ভাসছে গ্রিস ও মাল্টার মধ্যবর্তী সমুদ্রে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই নৌযানে পানি উঠছিল। এ জন্য সহায়তাকারী সংস্থা ‘এলার্ম ফোন’ সতর্ক করেছে। ঘটনা রোববারের হলেও এর মধ্যে তাদের পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। এলার্ম ফোন বলেছে, ওই নৌযান থেকে তারা একটি ফোনকল পেয়েছে। এ বিষয়ে অবহিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। এটাও জানা সম্ভব হয়নি যে, ওই নৌযানে কোন কোন দেশের অভিবাসনপ্রত্যাশী আছেন। তাদেরকে বহন করে নৌযানটি লিবিয়ার টোবরুক উপকূল থেকে ছেড়ে গেছে। উল্লেখ্য, এই এলাকা দিয়ে ইউরোপে পাড়ি দেয়ার সময় অহরহ দুর্ঘটনা ঘটছে।

বোট ডুবে সলিল সমাধি হচ্ছে অসংখ্য মানুষের। এর মধ্যে অনেক বাংলাদেশিও আছেন। জার্মানির সি-ওয়াচ ইন্টারন্যাশনাল বলেছে, তারা সর্বশেষ নৌযানটিকে খুঁজে পেয়েছে। এর কাছাকাছি অবস্থান করছে পণ্যবাহী দুটি জাহাজ। ওদিকে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধারকাজে যুক্ত না হতে ওই দুটি জাহাজকে নির্দেশ দিয়েছে। ফলে নৌযানের আরোহীদের জীবন বিপন্ন হতে পারে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল। ওদিকে এলার্ম ফোন বলেছে, নৌযানের আরোহীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, তাতে পানি উঠা শুরু হয়েছে। তাদের জ্বালানিও শেষ হয়ে গেছে। নৌযানের নিচের অংশ (ডেক) পানিতে পূর্ণ হয়ে গেছে। তাদেরকে ফেলে চালক চলে গেছেন। ফলে তা চালাতে পারেন, এমন কেউ এখন নেই। জার্মান-ভিত্তিক আরেকটি এনজিও রেসকিউশিপ জানিয়েছে, ভূমধ্যসাগরে পৃথক একটি নৌযানডুবির ঘটনায় কমপক্ষে ২৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গত সপ্তাহে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) মাল্টা উপকূল থেকে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top