ফ্রান্সে বিতর্কিত পেনশন সংস্কার বিল অনুমোদন, সেপ্টেম্বরে কার্যকর


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৩ ১৬:৪২

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:০৮

 

ফ্রান্সজুড়ে অব্যাহত বিক্ষোভের মধ্যেই ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের বিতর্কিত পেনশন সংস্কার বিল অনুমোদন দেয়া হয়েছে। সাংবিধানিক পরিষদের সবুজ সংকেত পেয়েছে বিলটি। আগামী সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সাংবিধানিক পরিষদ বিলটি অনুমোদন দিয়েছে। শিগগিরই এতে স্বাক্ষর করে আইনে পরিণত করা হবে বলে ঘোষণা দিয়েছে ম্যাক্রো প্রশাসন।

ইমানুয়েল ম্যাক্রো অবসর ভাতা পাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার সিদ্ধান্ত নেন। তার এ প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও এর বিরোধিতা করেন বামপন্থি দলের নেতারা। এর জেরে বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভোটাভুটি ছাড়াই বিল পাসের সিদ্ধান্ত নেন ম্যাক্রোঁ।


শুরু থেকেই ম্যাক্রোঁর এ সিদ্ধান্তে বিরোধিতা করে আসছে ট্রেড ইউনিয়নগুলো। প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।

শুক্রবার আন্দোলকারীদের বিরোধিতা সত্ত্বেও সাংবিধানিক পরিষদ বিলটির অনুমোদন দেয়ার পাশাপাশি সরকারের এই পরিকল্পনা সংবিধানসম্মত বলে উল্লেখ করে। একইসঙ্গে পেনশন সংস্কার প্রশ্নে গণভোট আয়োজনে বিরোধিরা যে প্রস্তাব দিয়েছিল তাও প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদ। এতে আরও ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা।

প্যারিসসহ অন্যান্য শহরে আন্দোলনে নামলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইনশৃঙ্খলাবাহিনী। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

ফ্রান্সে আগে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেয়া যেত। তবে, সংস্কার পরিকল্পনা কার্যকর হলে অন্তত ৪৩ বছর কাজ করার পর পেনশন পাওয়া যাবে।

এদিকে, বিলটির অনুমোদন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top