কেপ ভার্দে উপকূলে ৬০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৩ ২২:৫৬
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:৪৫

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়েচে। তবে নৌকায় থাকা ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকা থেকে শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকাটি এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ছিল।
নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কেপ ভার্দে কর্মকর্তারা এমন প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি ডুবে গেছে কিন্তু পরে নিশ্চিত করা হয় এটি ভেসে আছে।
একটি স্প্যানিশ মাছ ধরার নৌকা কেপ ভার্দে এর একটি অংশ থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে নৌকাটিকে দেখতে পায়। দেখার পরেই মাছ ধরার ওই নৌকাটি কর্তৃপক্ষকে জানায়। জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে ছেড়ে যায়।
গ্রামের স্থানীয় কর্মকর্তা মোদা সাম্ব এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, নৌকায় থাকা প্রায় সবাই একই সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন এবং পরিবারগুলো শোনার জন্য অপেক্ষা করছে, তাদের আত্মীয়রা বেঁচে আছে কিনা। দেশটির মন্ত্রণালয় বলেছে, সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। সাল-এর একজন স্বাস্থ্য কর্মকর্তা জোসে মোরেরা বলেছেন, জীবিতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেঁচে থাকা অভিবাসীরা কেপ ভার্দে এসে উদ্ধার হলেও, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায় কেপ ভার্দে তাদের গন্তব্য ছিল না। কেপ ভার্দে দ্বীপপুঞ্জটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিমি দূরে এবং ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসন রুটে অবস্থিত।
এটি একটি স্প্যানিশ অঞ্চল যাকে অনেকে ইউরোপীয় ইউনিয়নের পথ হিসাবে দেখে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: