সম্পর্ক এগিয়ে নিতে ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
২১ মে ২০২৪ ১৭:৪৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০২

দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা পৌঁছান তিনি। তাঁর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পাবে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এটি প্রথম বাংলাদেশ সফর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাঁর ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ আলোচনায় বিশেষত বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, অভিবাসন, কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতার বিষয় প্রাধান্য পাবে।
এদিকে অস্ট্রেলিয়া হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বাংলাদেশ সফরে আসছেন। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা ও মানব পাচারের মতো চ্যালেঞ্জের বাস্তবমুখী সমাধানে অস্ট্রেলিয়াও বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করছে।
এসব বিষয় নিয়ে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে অস্ট্রেলিয়ায় ৫০ হাজারের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: