ভ্রমণ ভিসা চালু করছে সৌদি আরব, তালিকায় নেই বাংলাদেশের নাম


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৭

ভ্রমণ ভিসা চালু করছে সৌদি আরব, তালিকায় নেই বাংলাদেশের নাম

প্রভাত ফেরী ডেস্ক: সম্প্রতি দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রথমবারের মতো টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। এরই মধ্যে দেশটি ৪৯টি রাষ্ট্রকে টুরিস্ট ভিসা দিতে যাচ্ছে। তবে তালিকায় নেই বাংলাদেশসহ সার্কভুক্ত কোন দেশের।



মূলত দেশের তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল সৌদি আরব। ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে তেলসম্পদ নির্ভরতা থেকে মুক্ত করতে পর্যটনসহ নতুন নতুন অনেক খাত চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।



শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজ (এসটিসিএইচ) বিভাগের চেয়ারম্যান আহমদ আল খাতিব এক ঘোষণায় বলেন, ৪৯টি দেশের পর্যটকরা সৌদিতে ভ্রমণের সুযোগ পাবে। আবেদন করার মাত্র মিনিটের মধ্যে তারা এক বছরের টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। সৌদিতে তারা এক নাগাড়ে সর্বোচ্চ ৯০ দিন থাকার সুযোগ পাবেন। তবে তারা চাইলে ভিসার মেয়াদ থাকা অবস্থায় একাধিকবার সৌদিতে ভ্রমণের সুযোগ পাবেন।



দিকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি আরবের পর্যটন ভিসা পাওয়ার তালিকায় বাংলাদেশ নেই এমন তথ্য তারা এখনো জানে না। তবে হজ ওমরাহ ভিসা প্রাপ্তিতে বাংলাদেশের নাগরিকদের কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানায় ধর্ম মন্ত্রণালয়।



সৌদি আরবের দেয়া পর্যটক ভিসার তালিকায় থাকা দেশগুলোর জনগণ এখন থেকে -ভিসা অথবাভিসা অন এ্যারাভাইল জন্য যে কোন সময় আবেদন করতে পারবেন। গালফ নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৪৯ দেশের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে রয়েছে : যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, রাশিয়া, কাজাখস্তান, ব্রুনেই, দক্ষিণ কোরিয়া, জাপান, স্পেন, নিউজিল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top