সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


এ মৃত্যুর পক্ষে আমি : জোবায়ের মিলন


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২০ ২৩:৪২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০২:৫১

 

অমানুষ বলতে পারো, আজকে, বলো-
নিষ্পলক তাকিয়ে আছি দুনিয়ার দিকে
চূঁড়া, পাহাড়ের এক চূঁড়া থেকে. . .

এমন সুন্দর পৃথিবী দেখিনি আমি, আমার জন্মে
শান্ত, নিবিড়, সুশীল. . .
এতো দিন দেখেছি অসভ্যতা, হরহর-হুরহুর দস্যুতা,
বিকট দানবতা, জঘন্য হিংস্রতা, গাঢ় বীভৎসতা;
মানুষের হৈহৈ-রৈরৈ আজব বিকৃতরূপ আর
কালো কুচকুচে কলুষতা- যেনো
মানুষই পৃথিবীর একমাত্র অধিকারী, আর সব মিথ্যা!

মানুষ মরছে, মানুষ লুকোচ্ছে নিজের ভেতর
মানুষ ভয়ে কাঁপছে
মানুষ শূন্য হচ্ছে. . .
প্রকৃতির অন্য অনন্য একটু একটু করে উঠছে জেগে
একটু হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, হাত-পা ছুঁড়ে উড়ছে
তাদেরও জীবন আছে, বলে, শ্বাস নিচ্ছে
যাদেরকে এতো দিন মানুষ-দস্যুরা ভেবেছে
শুধুই ব্যবহার্য।

ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে
যদিও, মৃত্যু শোকের, বিষাদের
তবুও এ মৃত্যুর প্রয়োজন ছিলো, অনেক মৃত্যুর
বিকল্পে; না হলে
মানুষের বিচারহীন তান্ডবে প্রকৃতি বিনাশ হয়ে
সমূহ কালেই ধসে পড়তো পৃথিবী নামক এই গ্রহটা।

 

জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top