সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


লক্ষ লোকের মিছিল হতে : তাহমিন সুলতানা


প্রকাশিত:
৭ জুন ২০২০ ২১:১০

আপডেট:
৭ জুন ২০২০ ২১:১২

 

ওরা ঘুমিয়ে ছিল- অন্ধকার,
তারা একটি স্বপ্ন দেখতো - খন্ড,
ওদের সবার মাঝে ছড়িয়ে থাকা
একটি হৃদয়স্পন্দন দীর্ঘ হতে হতে -অনেক
সময় কেটে গেল পাতায় পাতায়।

আকাশে ছায়া পড়ে কালো মানুষদের।
চোখ, সাদা  চকচকে দাঁত - বিষাক্ত  ধারালো,
বাহু উঁচু  করে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে
পায়ে পা হাঁটছে সম্মুখে-

ওরা দেখতে পায় বিশাল মরুভূমি,
পার হয় পামীর, ভিসুভিয়াস, ওখস্টক
আমাজান হতে মিসিসিপি।
দেখে পায়ে জড়ানো লোহার শিকল,  
শব্দ শুনতে পায় ঝুম ঝুম, 
পাথর ভাঙ্গার শব্দে ওরা এগোয়,
সময় কেটে যায় পাতায় পাতায়
ছায়া দীর্ঘ  হয়  এক দুই তিন করে।
সহস্র যুগ ওরা পায়ে হেঁটে  চলে, 
হাওয়ায় মানুষের কণ্ঠস্বর গভীর বিস্তৃত  হয়,
আলোতে কালো মানুষেরা জেগে ওঠে।

স্বপ্ন ওরা হাতের মুঠোয়  করে, বাহু উঁচু করে-
কণ্ঠস্বর,  হাত পায়ের শেকলে শেকলে বেজে ওঠে, সঙ্গীত- জেগে ওঠার, ভাঙ্গার!

ওরা ওদের স্বপ্ন গড়বে রক্ত স্রোতে,
আকাশ - বাতাস পঞ্চভূতে সুশাসনের।
ওদের আছে মৃত্যু  জয়ের অট্টহাসি,
ওদের জন্য ওরাই আছে  স্থলে- জলে, সর্বদেশে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top