বাবারা ঘোড়া হয়,বাবারা পাখি হয় : রফিকুল নাজিম
প্রকাশিত:
২১ জুন ২০২০ ২২:১১
আপডেট:
২১ জুন ২০২০ ২৩:৩১

ছেলের আবদারে ঘোড়া হই রোজ
মেয়ের আবদারে পাখি,
ছেলেকে পিঠে নিয়ে ছুটছি আমি
মেয়েকে কাঁধেতে রাখি।
ছেলেকে শেখাই কোনটা সুপথ
কোনপথে গেলে জয় ?
হিমালয় চূড়া বিজয় করতে
কতটা সহিতে হয় ?
মেয়েকে চেনাই কোনটা আকাশ
বুকটা তার কত বিশাল ?
ডানাটা কিভাবে মেলতে হয়
কিভাবে দিবে সে উড়াল ?
সহসাই শুনি পেছন থেকে
বাবা আমায় দিচ্ছেন ডাক,
বলছেন হেসে, 'পিঠে বসে,
শক্ত হাতে ধরে থাক!'
আরো পেছনে দাদা ছুটছেন
বাবাকে নিয়ে তার পিঠে
ঘোড়ার হয়ে ছুটছেন দাদা
হাসছেন মুচকি কিযে!
আমি দ্যাখি,
সামনে পেছনে শত কোটি বাবা
কেউ ঘোড়া,কেউ পাখি।
যত ব্যথা বুকে তবুও হাসি মুখে
গর্বে ভিজে তার আঁখি!
বাবারা ঘোড়া নন তবুও ঘোড়া হোন
পাখি নন কভু তাঁরা,
সন্তানের পথে অন্ধকারে হোন
আকাশের চন্দ্র তারা।
বিষয়: রফিকুল নাজিম
আপনার মূল্যবান মতামত দিন: