বৃষ্টি : নূর হাসনা লতিফ
প্রকাশিত:
২৩ জুন ২০২০ ২১:৪৩
আপডেট:
২৩ জুন ২০২০ ২১:৪৪

অনেক বৃষ্টির মিষ্টি দুপুর কেটেছে
আমার মঞ্জুরি ভিলার বাসাতে।
বৃষ্টি এলেই আমি আনমনা
মনটা বৃষ্টির ফোটায় ভেজা।
চুয়ে চুয়ে পানি পড়ে গাছ বেয়ে
সবুজ সতেজ প্রাণময় বৃক্ষে।
ভালোবাসা ছলকে ওঠে যে বৃষ্টি ধারায়
বৃষ্টি কি যেনো বলে জড়িয়ে ভালোবাসায়।
আমি চাইনা যেতে সেথায়
চলি আমি মিষ্টি বৃষ্টির দোলায়।
ফুল ফোটা নিঝুম শাওন রাতে
আমার প্রিয় গানগুলি চাই গাইতে।
কণ্ঠে আমার মধু বিগলিত হয়
বৃষ্টির পানি মন ভিজিয়ে দেয়।
আমি পানি ভেজা মন ছুয়ে দেইনা
বৃষ্টি তে আমি আর স্মৃতি খুঁজিনা।
নূর হাসনা লতিফ
কবি ও লেখক
বিষয়: নূর হাসনা লতিফ
আপনার মূল্যবান মতামত দিন: