বর্ষার হ্যাংগারে মায়াবি ভাইরাস : ডা: মালিহা পারভীন
প্রকাশিত:
২৯ জুন ২০২০ ২১:৫৪
আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:১৩

রোদের চিবুকে যখন ছায়া নেমে আসে
বুঝে নেই স্নানে যাবে আজ মেঘের কাজল।
চোখের জলের সাথে যখন বৃষ্টি প্রনয়,
বুঝে নেই হাহাকারে ফুটবে আজ প্রথম কদম।
মৌসুমি হাওয়ায় যখন জলের ছলাৎ,
যখন রাগ ভৈরবি, মেঘ মল্লার,
তখন এপারে বন্দী মানুষ , ওপারে তানসেন
স্মৃতির কাঁটাতারে বেড়ে ওঠে জলজ লতা।
গৃ্হস্থালি বৃষ্টি ধুপ ধুনা দেয় মনের ঘরে,
সবুজ পাতায় জল পান করে সুর্যের আলো,
লক ডাউন জালে ছটফট সব অচেনা সুখ,
আকাশ আয়নায় দেখি যৌবনা নদীর একুল।
চুমুকে চুমুকে পান করি একেকটা দিন,
বিন্দু বিন্দু বৃষ্টিতে ভিজে মহামারি ভোর,
টাটকা ইলিশে মিশাই বিরহ মেঘ,
জলের নুপুর বাঁধি মৃত্যুর মিছিলে।
দুপুর আড়াইটা মানে বিয়োগের খেলা,
মৃতের সংখ্যার হিসেব কষা করোনার কাল।
বিষন্ন সংবাদ, বিষন্ন অবহেলা, বিষন্ন জল,
বর্ষার হ্যাংগারে ঝুলে থাকে বিষন্ন ভাইরাস।
ডা: মালিহা পারভীন
সেগুন বাগিচা, ঢাকা
বিষয়: ডা: মালিহা পারভীন
আপনার মূল্যবান মতামত দিন: