সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


জোবায়ের মিলনের গুচ্ছ কবিতা


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২৩:১৫

আপডেট:
৮ জুলাই ২০২০ ২৩:১৭

 

১.
রাষ্ট্র
রোদ গেছে খসে!
বৃষ্টির দেখা নেই, জলহীন মরুদ্যান।
রাষ্ট্র আমার পিতার বন্ধু;
প্রায়ই আমরা নাটক দেখতে যাই
কাহিনি দেখে দুজনেই হাসি, কাঁদি. . .
ভিন্ন দিকে তাকিয়ে।

২.
লিলা
তুমি খোল চোখ
আমি খুলি চশমা
ওরা ভাবে, তুমি আমি সঙ্গমে
দৃষ্টি খোয়া।
আসলে বন্ধী-শিবির, দু’কক্ষে দুজনে;
তবু আমাদের সন্তান হয়!
ওরা বলে, এ সম্ভব নয়।

৩.
খাচ্ছি বিস্কুট
যে যার মতো
আমি ভিন্ন নই; মাখা খুলে হাতে নিয়ে
হাত মাথায় দিয়ে খাচ্ছি বিস্কুট।
দেশ- এক যকৃত
রাষ্ট্র- ধারণা
বিস্কুটও ভাত
অনেকেই মানে না।

৪.
তুমি
আবার মায়ের গর্ভ হয়ে
এখানে জন্মালে
আমি, তুমি হবো।
তোমার লাল খাতাটা
চুরি করে নিয়ে গেলে
দেখব, তুমি কেমন করে কাঁদো।

আমার লাল খাতাটা
চুরি হয়ে গেছে, জানো?


৫.
নেমকহারাম
ছিটানো চাল খেয়ে
উড়ে গেলি, যা
যাবার সময় ঠোঁট দিয়ে
কেটে গেলি কেন বানের বাঁধ!
তইতই ডেকে
শামুক দিয়েছি বলে
দিলি এই ফিরতি দাম,
নেমকহারাম?

জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top