সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


তোমার ইশারাতেই : সিদ্ধার্থ রায় চৌধুরী


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০০:০৬

আপডেট:
১৪ মে ২০২৪ ০৫:২১

 

ঝরা বৃষ্টিতে ভেজা তোমার চুলের সিঁথি ভেজা পথে,
যা ফুরিয়ে গিয়েও ফুরায় না কোনোদিনও!
স্বপ্ন যেমন জন্ম নেয় ঠিক বুকের মাঝখানটিতে -
শুয়ে রয় তারা প্রতিধ্বনি হারা হয়ে; যেন বধির জোনাকির মতো দিনান্তে ঘুমের ঘোরে টিকে থাকে কোনোমতে।

ভেসে আসে যেন পান্থশালার পথিক বেশে   বিষাদ- হাসি যেন বারবার বলে যায়...
যা ভুলে থাকার চেষ্টায় ছিলে এতদিন;
ভুলে যাও সব ব্যথা, খসে পড়ুক সব কথা -
শুধু থেকে যাক সবটুকু স্মৃতির পাতায়।

আঁকা বাঁকা আল পথ পায়,
আবার রজনীগন্ধা হাসনুহানার আলায়।
সময় দুঃসময় নিয়েই সময় কেটে যায় -
স্বপ্নের মধ্যে সবুজ শস্যের ক্ষেতে,
মানুষ তার খোলোস বদলায় মধ্য রাতে।

তবুও স্বপ্নের বেসাতি করি-
বার বার তার ইশারাতেই মরি।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top