সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


যোগ-মায়া : সঞ্জয় সরকার


প্রকাশিত:
২৭ জুলাই ২০২০ ২১:৫৫

আপডেট:
২০ মে ২০২৪ ২১:৪১

 

হাতের ওপর অন্য আরেক হাত
মনের পরে যতিচিহ্ন রাখা
দু-চোখ খোঁজে অনন্ত প্রকাশ
চলার এ পথ নয়তো আঁকাবাঁকা...

প্রহর মেপে রাত গড়িয়ে ভোর
দিনগুলো সব আচ্ছন্নতায় মোড়া
ব্যকুল এ মন বড়ই উচাটন
দূর আকাশে কোন ভিনদেশী তারা...
দেখি প্রতিচ্ছায়া যেদিকে তাকায়
জানি তাকে, কেমন করে জানি
এড়িয়ে নাগাল আরও দূরে যায়
শুনি উষর ভূমে তারই প্রতিধ্বনি...

কেমন করে বলি এ সব মায়া
সবই যেথা প্রতীয়মান হয়
না জানলে সেইই তো অজ্ঞতা
জানলে ঘোচে যাবতীয় সংশয়...

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top