সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


এই ঈদের মরীচিকায় : তিয়েন আন্দালিব


প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ২১:৫১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:১৪

 

চারিদিকে ছড়িয়েছে বেশ ঈদ ঈদ ভাব,
কিন্তু আমি দেখি হারিয়েছে ঈদ, হয়তো বা লুকিয়ে আছে
অচেনা রাজ্যের সজ্জিত নগরীতে মায়ার ছদ্মবেশে।
তোমরা কি দেখ ঈদের বর্ণিল ঝলক, এ ভূমির আকাশে বাতাসে?
আমি তো দেখি না ঈদের ঝিলিক, শুনি না ঈদের মায়াবিনী সুর
যে সুর ফোটাবে ফুল, মনের রাজ্যে, স্বর্গের প্রাণ চিড়ে এসে!

আমি দেখি মানুষের হাজার আর্তনাদে আকাশ বাতাস দূষিত,
দেখি স্বপ্নহারা নিরীহ মানুষ পশুর থেকেও বঞ্চিত!
আমি দেখি কষ্টের রক্ত-বন্যা নদীর মত বয়ে চলে,
মৃত্তিকায়, পথে-ঘাটে, মানুষের প্রিয় আবাসের গভীরে।
আমি দেখি ধাঁরালো ছুরি দিয়ে ছোট ছোট স্বপ্নের কোরবানী,
অবিরাম টেনে নেয়া কষ্টের ঘানির স্বাক্ষর, চোখেদের গভীরে।

আমি দেখি কান্নার বারিধারা বৃষ্টি হয়ে নামে,
বাতাসে মৃত্যুর মায়াবী ঘ্রাণ, মরীচিকা হয়ে টানে।
আমি দেখি হাসির অধিকার কেড়ে নেয়া হাজার থমথমে মুখ,
অদেখা বুলেটে বিক্ষত হাজার রক্ত প্লাবিত বুক।
দেখি দানবেরা রক্ত চুষে বঞ্চিতদের ছিবড়ে ফেলে,
বৈষম্যের প্রকান্ড পাখিটা হাসিমুখে ডানা মেলে।

তবু তোমরা দেখি সাজিয়েছ চারপাশে বেশ ঈদ ঈদ ভাব,
আমি দেখি শুধু অভাব, এখানে বড়ই ঈদের অভাব!

 

তিয়েন আন্দালিব
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top