সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


কতোকিছুই রেখে যাই : লিপি নাসরিন


প্রকাশিত:
৬ আগস্ট ২০২০ ২৩:৫৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:৩৬

 

চলে যেতে হয় বলে যেন চলে যাই
পিছনে রেখে যায় আমার জন্য বরাদ্দকৃত আকাশের শেষ নীলিমা 
কিছু খড়কুটোর বিছানা যা ছিল একান্তই আমার,
কিছু ধূলিদীর্ণ স্বপ্ন:
রেখে যাই কিছু প্রিয় সান্নিধ্যের পদ্মালাপ,
চলে যেতে হয় বলে যেন চলে যাই-
আমার পিছে হেঁটে হেঁটে চলে 
সেও শুধুই আমার ছায়া
আর কেউ নয়।
সে আমার ব্যাপ্ত জীবনে ছিল বড় আপনজন 
আমার রক্তের মতো, কিংবা আমার হৃৎপিন্ডের
খুব কাছাকাছি যে শব্দটি কেবলি আর্তনাদে
জানিয়ে দিতো আমি বেঁচে আছি
সেও তার মতো ছিল;
রেখে যাই কিছু হাসি আর নিরুত্তাপ সৌন্দর্যের
মধ্যে কয়েকটি ব্যর্থ প্রেমালাপ
কিছু মিথ্যে প্রেমিকের চোখের মুগ্ধতা:
কিছু গোধূলি রঙা দীর্ঘশ্বাস, আর উঠোন ভরে থাকা নিরুত্তাপ জ্যোৎস্নার কুয়াশায় ঢাকা শরীর।
চলে যেতে হয় বলে যেন চলে যাই,
আমার অতৃপ্ত বাসনার সন্ন্যাস রূপটি
দুঃখচুড়ির সাথেই ফেলে রেখে যাই নির্জন এক ভিটেয়,
এখানে ফেলে যাই একটা বিষণ্ণ চুমু 
সারাজীবন যে ছিলো নির্বিষ ভালবাসায় আচ্ছন্ন,
দুটি কাতর হাত:
একটা জড়িয়ে ধরা গলার অপেক্ষায় থাকতে থাকতে যে খসে পড়েছিল 
বোঁটা খসা পাতার মতো,
ফেলে রেখে যাই কারো জন্য আমার প্রেম
যে কোনদিন জানতো না সেটির আসল প্রাপক কে।
চলে যেতে হয় বলে যেন চলে যাই-
আমার চোখের ধারাপাতে 
যে আর্তনাদেরা ভীড় করে আমার স্বপ্নকে করেছিল পর্যুদস্ত 
সেই আর্তনাদ আমি রেখে যাই 
একাকি জলময়ূরের বিরহ পাতায়।
চলে যেতে হয় বলে যেন চলে যাই-
ফেলে রেখে আমার বিষময় ক্রোধ,
পুড়িয়েছিল কখনো আদর নিজের অভিন্ন অস্তিত্বের পাত্রে  যা রেখেছিলাম:
তবু তা একটুও কমেনি
আবার তাকে ফিরিয়ে এনেছি আমার ভালোবাসার শস্যখামারে,
এখানে ফেলে যাই আমার বোশেখ রঙের আড্ডা আর সঙ্গীত
আমার কৃষ্ণচূড়ার দীঘল গভীর রাত
আমার রঙিন সুরভিত জানালা-বাটি;
আর কিছু অভয় মন্ত্র- 
আমাকে জড়িয়ে ছিল ঠিক আমার মতো:
রেখে যাই একটা ভুল পথের ঠিকানা
যা শুধু আমার জন্যই নির্ধারিত ছিল
কিন্তু কেউ কি তা ভাবে?
কোনটি ছিল ভুল আর কোনটি বিশুদ্ধ 
এক নির্বোধের মতো আমি তা ভেবেছি:
কতোটি সূর্যোদয় ছিল জানিনা
তবে রাতকে মেপেছি নিশাচর পাখির কলতান শুনে,
এখানে রেখে যাই হেলেঞ্চা শাকের ঘনসবুজ ঘ্রাণ
যা আমার ক্ষুধার্ত মুখে জুগিয়েছে বিরামহীন রসনা 
তারপর আর ভেবে দেখেনি-
চলে যেতে হয় বলে যেন চলে যাই।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top