সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


তোমার হাতে ভালোবাসার আঁধার : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
৮ আগস্ট ২০২০ ২১:০৪

আপডেট:
৮ আগস্ট ২০২০ ২৩:০৭

 

তোমার হাতে ভালোবাসার আঁধার

বিদঘুটে সবকিছু
বৃষ্টি ঝরঝর, নির্ঝর
জল থই থই, উদাম বৃষ্টি-হাওয়ায়।
কালোমেঘ, গুড় গুড়
সন্ধ্যাবেলা নামে
নিকষকালোর অন্ধকার।

পাশাপাশি দুজনে রবীন্দ্রসুরে মূর্ছায়
তোমার বুকেই সুখস্মৃতি
তোমার চোখেই স্বপ্ন
তোমার দুহাতেই দেখেছি
ভালোবাসার আঁধার।



ভালোবাসার কাঙাল

ফুলের কাঁটায় বিদ্ধ হয়
গোলাপপ্রেমিক
কাঁটা ও পাপড়ি সারি সারি
গোলাপের সুবাস সুখমন্থনের সিঁড়ি।

জানি দেবী, মানি দেবী
কাঁটা বাদে ফুল
কাঁটা ছেড়ে পাপড়ি কল্পনাতীত।

গোলাপকাঁটায় বিদ্ধ আমি কি তোমার
প্রেমের অতীত?



শ্রাবণবৃষ্টির আহ্ববান

চৈত্রশেষে নিদাঘপীড়িত চৌচির
ছিল চারিদিক; জলতৃষ্ণায়ও ক্লান্ত
জ্যোৎস্নামাখা শ্রাবণবৃষ্টির আহ্বান,
'ধুয়ে শুচি হও এবার'।

আমি তুমি সে
আমরা তারা সবাই
খুলে দিই প্রেম-মানবতার বন্ধদুয়ার
ঝাঁপিয়ে পড়ি একসঙ্গে। 

 

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top