তুই চাইলেই হয়! : তন্ময় সিংহ রায়
প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ২১:৩৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৫
তুই চাইলেই করতে পারি আকাশগঙ্গা জয়!
পারিনা যা, তাও পারি, তুই চাইলেই হয়!
তুই চাইলেই রেটিনাটা রাখবো তোর হাতে,
অন্ধকারটা বিলীন হবে, তোর দৃষ্টির সাথে!
তুই চাইলেই বিপদগুলো নিতে পারি আমি,
তুই চাইলেই পারিস হতে, আমার কাছে দামি!
তুই চাইলেই অলিন্দতে পালঙ্ক দেব পেতে,
তুই চাইলেই আমার কোষে পৌঁছে পারিস যেতে!
আ-মৃত্যু তোর চিত্তে করতে পারি বাস,
নিঃশ্বাসটাও পারি দিতে, যদি তুই চাস!
তুই চাইলেই পারি যেতে বারে বারে হেরে!
তুই চাইলেই হৃদপিন্ড নিতে পারিস কেড়ে!
স্মৃতিতে তোর দিবারাত্র ভাসতে পারি জানি,
তুই চাইলেই দুটো জীবন কাছাকাছি টানি।
ভাবিসনা মন, আবেগপ্রবণ! প্রমাণ দিতে রাজি,
একবার বল হ্যাঁ, আমি শুরু করবো আজ-ই।।
তন্ময় সিংহ রায়
নতুনপল্লী পূর্ব, কোলকাতা, ভারত
বিষয়: তন্ময় সিংহ রায়
আপনার মূল্যবান মতামত দিন: