সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


পিতার জন্য পংক্তিমালা : জালাল উদ্দিন লস্কর শাহীন


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২১:৫৭

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৭

 

শুধু আগষ্ট মাসেই শোক?    
পিতা হারানোর ব্যথা বারোমাস ;                           
বাঙ্গালীর বুকে বছর জুড়েই 
মুজিবের বসবাস।              
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী,
সহস্র সাধনার ধন;   
তুমি পিতা তুমি আমাদের
অনুভবে অনুক্ষণ।      
তোমাক হারিয়ে নিঃস্ব হয়েছি,
তুমিই পথের দিশা:    
তোমার আদর্শ দূর করে দেয়
ঘোরতর অমানিশা।     
আমরা যেন তোমার দেখানো
আদর্শের পথে থাকি
বিপত্তি বিপদে প্রাণ থেকে     
যেন তোমাতে আস্হা রাখি।
তুমি দিয়ে গেছ এক দেশ ; 
তোমার দীক্ষা বুকে চেপে রেখে
আমরাতো আছি বেশ।
আগষ্ট কলংকে ভরা            
এই কলংক ঘুচাতে আজকে
শপথ নিচ্ছি মোরা।        
যত দিন রবে আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা :       
কোন কাহিনী কাব্যগাঁথাই হবেনা তোমাকে ছাড়া।     

    

জালাল উদ্দিন লস্কর শাহীন
লেখক ও শিক্ষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top